সিরিয়াল

মিঠাই ধারাবাহিকে নিপা-রুদ্র জুটিকে নিয়ে চরম খিল্লি করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, “পার্থ অর্পিতা জুটি”, “কলি যুগের সখি” এমনি আরো বহু কথার মাধ্যমে বিদ্ধ হচ্ছে নিপা-রুদ্র

বর্তমানে বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। ধারাবাহিকের মিঠাই সিড ছাড়াও জনপ্রিয় জুটি হলো নিপা রুদ্র। গত কয়েক সপ্তাহ ধরে চলছিল একপ্রকার টানটান উত্তেজনা ধারাবাহিকে। মিঠাইয়ের হাসপাতালে যাওয়া থেকে ওমি আগারওয়াল এর ফেরত আসা সবেতেই টানটান উত্তেজনা। কিন্তু পার্শ্ব চরিত্র নিপা রুদ্রকে নিয়ে হলো সোশ্যাল মিডিয়ায় ট্রোল।

মিঠাইয়ের গুলি লাগার কারণে বাড়ির ছোট মেয়ে নিপার বিয়ের সমস্ত নিয়ম কানুন বন্ধ ছিল। কিন্তু আবার মোদক পরিবার সেজে উঠেছে আলোয়। নিপা – রুদ্রের বিয়ের নিয়ম কানুন আবার নতুন করে শুরু করা হয়েছে। আর সেখানেই দেখানো হয়েছে তাদের ফুলশয্যা।

বয়সের থেকে অনেক ছোট স্ত্রীর জন্য রুদ্র একটি সারপ্রাইজ প্ল্যান করে। আর এই সারপ্রাইজের উল্টে নিপাও প্ল্যান করে একটি সারপ্রাইজ। সে সারপ্রাইজে দেখা যায় যে নিপা একটি লাল রঙের পাতলা ফিনফিনের শাড়ি পরনে আর পরা আছে স্লিপলেস ব্লাউজ। আর তা দেখেই দর্শকের চোখ একেবারে কপালে উঠেছে। ওই ছোট্ট বাচ্চা মেয়েটি এমন সাহসী দৃশ্যে অভিনয় করছে তাও তার থেকে এত বড় একজন অভিনেতার সাথে।

এই দৃশ্য প্রকাশে আসার পরই সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল হওয়ার সাথে সাথে শিকার হতে হয়েছে বহু কটাক্ষের। কেউ কেউ বলেছেন, “কলিযুগের সখি”, “পার্থ অর্পিতা জুটি” আবার একজন বলেছেন, “ছোট মেয়েটারে এত অল্প বয়সে এভাবে পাকায় ফেলল জি বাংলা”। এই নিয়ে তুমুল হাসির ঠাট্টা হয় সোশ্যাল মিডিয়া।

Related Articles

Back to top button