সিরিয়াল

“প;র্ন স্টার লাগছে দিদি”! সুপারস্টার নুসরাত জাহানকে কটাক্ষ নেটিজেনদের, হঠাৎই তাঁর নাক বেঢপ আকারের হয়ে যাওয়ায় একসঙ্গে নাক আর ঠোঁট নিয়ে ট্রোল হলেন অভিনেত্রী

সোশ্যাল মিডিয়ায় অভিনেতা – অভিনেত্রীদের ট্রল হওয়া তো বর্তমানে একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। যদিও কিছু কিছু অভিনেতা-অভিনেত্রী আছেন যারা নিজেদেরই নানান কর্মকাণ্ডের দৌলাতে সবসময় ট্রলড অ্যাক্ট্রেস লিস্ট এর শীর্ষে থাকেন। এরমধ্যে সর্বপ্রথম থাকেন সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান। নিজের জীবনের বিভিন্ন কর্মকান্ডের মধ্যে সংবাদের শিরোনামে থাকা তাঁর অভ্যাস। এই অভিনেত্রীকে বর্তমানে শুধু তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নয় তাঁর সৌন্দর্য নিয়েও ট্রল করা হয়।

সম্প্রতি অভিনেত্রী তাঁর কি ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন তাঁর কিছু ফটো। সেখানে অভিনেত্রীর পরনে রয়েছে হলুদ রঙের অফ সোল্ডার টপ। চোখে স্মোকি স্টাইলে কাজল। ঠোঁটে নুড লিপস্টিক। অলস দুপুরে টপাটপ ছবি তুলে পোস্ট করেছেন অভিনেত্রী। তবে অভিনেত্রী এই নতুন লুক পছন্দ করেননি নেটিজেনরা।

নেট দুনিয়ার মানুষের অভিযোগ উঠেছে অভিনেত্রীর নাক আর ঠোঁট নিয়ে। অনেকের মনেই প্রশ্ন এসেছে ঠোটের অপারেশন তো অনেকদিন আগেই করিয়েছিলেন অভিনেত্রী কিন্তু হঠাৎ করে নাক এমন বেঢপ কি করে হয়ে গেল? একজন লিখেছেন, “আগেই বেশি দেখতে সুন্দর লাগতো নুসরাতকে”। আরেকজন লিখেছেন, “পর্ন স্টার লাগছে দিদি”। আরেক জন নেটাগরিক লেখেন, “ঠোঁটটা আরেকটু বড় করতে হবে তাহলে ভালো লাগবে”।

তবে তৃতীয় ব্যক্তিদের এসব কথাবার্তায় মোটেই পাত্তা দেন না অভিনেত্রী। নিজের লুক নিয়ে নানান রকম পরীক্ষা-নিরীক্ষা বরাবরই করে আসছেন অভিনেত্রী। এর আগে অভিনেত্রী সাদা শার্ট ও জিন্সের প্যান্টে ড্রেসাপ করেছিলেন। ঠোঁটে লাল টুকটুকে লিপ্সটিকে অনবদ্য লাগছিল তাঁকে। সেই ছবিতে বেশ প্রশংসা কুরিয়েছিলেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Nusrat J Ruhii (@nusratchirps)

Related Articles

Back to top button