সিরিয়াল

‘নাগমাতা শঙ্খীনি কি পারবে পঞ্চমীর জ্ঞান ফিরিয়ে পঞ্চমীকে বজ্রবাহনের কবল থেকে বাঁচাতে?’ আগামীদিনে রাঙা বউকে আরো নাজেহাল করবে পঞ্চমী নিশ্চিত দর্শক!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক পঞ্চমী। এই ধারাবাহিক বর্তমানে জি বাংলার রাঙা বৌ এর প্রতিপক্ষ। চলতি সপ্তাহের টি আর পি তে দেখা যাচ্ছে তে, বঙ্গ সেরা ৫ মং ধারাবাহিক হয়েছে পঞ্চমী। টি আর পিতে রাঙা বৌ কে হারিয়ে স্লট ছিনিয়ে নিয়েছে এই ধারাবাহিক। পঞ্চমীর টি আর পি ৬.৬ আর রাঙা বৌ এর টি আর পি ৬.৫। দর্শকরা মনে করছেন আগামী দিনে এই ধারাবাহিকের টিআরপি আরো বাড়বে। কারণ আগামী পর্বের ধামাকাদার এপিসোড দেখেই তা অনুমান করা যাচ্ছে।

এতদিনে দেখা গেছে যে পঞ্চমীর সাধনায় তুষ্ট হয়ে স্বয়ং বাবা নীলকন্ঠ একটি বাচ্চা ছেলে নীলুর বেশে হাজির হয়েছে কিঞ্জল ও চিত্রার কাছে। এরপর আগামী পর্বের প্রিক্যাপে দেখা যায় যে, নীলুকে কিঞ্জল তাদের বাড়ি নিয়ে যেতে চাইলে চিত্রা কিঞ্জলকে বাধা দেয় সে কিঞ্জলকে বলে যে, এভাবে ওকে নিয়ে গেলে তুমিবাচ্চা চুরির দায়ে ফেঁসে যাবে, তাই একপ্রকার বাধ্য হয়েই কিঞ্জল নীলুকে তাদের সাথে নিয়ে যায় না।

অন্যদিকে বজ্রবাহন মায়া জাদুবলে যেটা দিয়ে সবকিছু দেখতে পারতো, সেটা এখন কাজ করছে না, তাই সে কতগুলো সাপকে পাঠায় পঞ্চমীকে পাহারা দিতে বলে এবং নিজে চিত্রার খোঁজে বেড়িয়ে যায় আর শঙ্খীনি চিত্রবাহনের অনুপস্থিতির সুযোগ নিয়ে পঞ্চমীর ঞ্জান ফেরাতে চেষ্টা করে। আবার দেখা যায় যে কিঞ্জল তার বাড়িতে পৌঁছে যায় চিত্রা কে নিয়ে তখন সে দেখে গাড়ির উপরে উঠে নীলু ও চলে এসেছে তাদের সাথে।

সোশ্যাল মিডিয়ায় একজন নেটিজেন লিখেছেন যে, “শঙ্খীনি কি পারবে পঞ্চমীর জ্ঞান ফিরিয়ে তাকে বজ্রবাহনের কবল থেকে বাঁচাতে? অন্যদিকে নীলু কি পারবে চিত্রার ষড়যন্ত্রের হাত থেকে কিঞ্জলকে রক্ষা করতে?”

Related Articles

Back to top button