পাহাড়ি এলাকায় ছেঁড়া জিন্স ও টাইট ফিট ছোট্ট ক্রপ টপে ‘হট বম্ব’ মধুমিতা, অভিনেত্রীর রূপের আগুনে ঘায়েল বাংলার সব ছেলেরা

বর্তমান সময়ের জনপ্রিয়তা অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন মধুমিতা সরকার। ছোটপর্দা দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করলেও খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। স্টার জলসার একসময়ের জনপ্রিয় ধারাবাহিক বোঝে না সে বোঝে না ধারাবাহিকের হাত ধরেই এসেছিল বিপুল জনপ্রিয়তা। এরপর আর থেমে থাকেনি একের পর এক কাজ করে গিয়েছেন।
বর্তমানে রুপালি পর্দার পাশাপাশি OTT প্লাটফর্মেও অভিনয় করছেন মধুমিতা। কিন্তু এই ব্যস্ত জীবনের মধ্যেও ঘুরতে যেতে দারুণ ভালোবাসেন অভিনেত্রী। মাঝেমধ্যেই সুযোগ পেলেই কাজের ফাঁকে পাহাড় ভ্রমণে বেরিয়ে পড়েন তিনি। মাঝে মধ্যেই তার সোশ্যাল মিডিয়া একাউন্টে সেই সমস্ত ভ্রমণের ছবি আমরা দেখে থাকি। এবারেও তিনি বেরিয়ে পড়েছেন মুসৌরি অভিযানে। সেখান থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ছবি পোস্ট করে চলেছেন মধুমিতা। তবে আপনারা নিশ্চয়ই ভাবছেন মধুমিতার এই যাত্রায় সঙ্গী কে হয়েছে? আপনাদের জানিয়ে রাখি মধুমিতা একাই নিজের সঙ্গী এই যাত্রা পথে।
View this post on Instagram
পাহাড়ের কোলে বসে কখনো পোজ দিচ্ছেন আবার কখনো ট্র্যাকিং এ বেরিয়ে পড়েছেন। সবুজ টপ, জিন্স, টুপি, চোখে সানগ্লাস পরে পাহাড়িয়া লুকে নজর কেড়েছেন। একের পর এক পোজে ধরা দিয়েছেন। অভিনেত্রীর ডেস্টিনেশন জর্জ এভারেস্ট পিক। ৬৭০০ ফিট উচ্চতার পাহাড় একাই উঠেছেন তিনি। আর সেই ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।