প্রসেনজিৎ ঋতুপর্ণার পর এবার পর্দায় ফিরছে প্রসেনজিৎ-রচনা জুটি! এভারগ্রীন এই জুটির একসাথে কাজ করার প্রতিশ্রুতি দিলেন স্বয়ং বুম্বাদা

ইন্ডাস্ট্রির জনপ্রিয় এভারগ্রীন জুটি হলো প্রসেনজিৎ চ্যাটার্জী ও রচনা ব্যানার্জি। একটা দুটো নয় একসাথে ৩৫ টি ছবিতে অভিনয় করেছিলেন তারা একসাথে। তাদের এই জুটিকে রীতিমতো পছন্দ করতেন দর্শক, তাই তারা একসাথে অভিনয় করলেই সেই ছবি সুপারহিট হত। বর্তমানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনো টলিউডের দাপটের সাথে অভিনয় করে গেলেও রচনা ব্যানার্জি বহুদিন থেকেই বড় পর্দার থেকে টাটা বাই বাই করেছেন। বড় পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে এখন ছোটপর্দায় ব্যস্ত রচনা। বহু বছর ধরে জি বাংলার একটি রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা তিনি। তবে দর্শকদের চমক দিতে আবারও একসাথে পর্দায় জুটি বেঁধে আসছেন প্রসেনজিৎ রচনা।
আরও পড়ুন: সলমনের কাছে একসময় পয়সা ছিল না জিন্স পার্স কেনার! অর্থ সংকট বুঝে উপহার দিয়েছিলেন সুনীল শেট্টি
বহু বছর পর আবার একসাথে দেখা যাবে দুজনকে পর্দায়। আগামী ১৪ জুন একসাথে পর্দায় আসবেন প্রসেনজিৎ রচনা। বহু বছর পর একসাথে দুজনকে পর্দায় দেখার উন্মাদনা যে কি তা বলে বোঝানোর নয়। সুপারহিট এই জুটিকে দেখবার জন্য দর্শকরা আবেগে আপ্লুত হয়ে আছেন। তবে জানিয়ে দেওয়া ভালো যে, বড়পর্দায় কোনো প্রজেক্টে একসাথে ফিরছেন না তারা। রচনা ব্যানার্জীর জন্য প্রসেনজিৎ চ্যাটার্জী ছোটপর্দায় নেমে এসেছেন।
হ্যাঁ আগামী ১৪ ই জুন জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ানে’ আসছেন বুম্বাদা সেখানেই একসাথে দেখা যাবে এই সুপারহিট জুটিকে আরো একবার। তাই ৬ জুন জি বাংলা চ্যানেলের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে দুজনে চমকে দিলেন সকলকে। দীর্ঘ ১১ বছর পর দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে আসছেন প্রসেনজিৎ, পুরনো দিনের কথা মনে করে আবেগে ভাসছেন অভিনেতা, একই সাথে রচনার সাথে একসাথে কাজ করা ছবির কথাও মনে করছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য আগামী ১৭ই জুন প্রসেনজিৎ চ্যাটার্জী ও দিতিপ্রিয়া রায় অভিনীত ‘আয় খুকু আয়’ ছবিটি মুক্তি পেতে চলেছে। বাবা ও মেয়ের একটি গল্প এটি। সেই ছবির প্রচারের জন্য দিদি নাম্বার ওয়ানে আসছেন বুম্বাদা। কিছুদিন আগে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে এই ছবির প্রচার করে গিয়েছেন তারা, এমনকি প্রতিযোগীদের সাথে খেলেওছেন তারা। একই মঞ্চে নাচ ও করেছেন সৌরভ গাঙ্গুলী ডোনা গাঙ্গুলীর সাথে। এইবার দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে এসে কি খেল দেখাবেন প্রসেনজিৎ সেটাই দেখার! তবে প্রসেনজিৎ আর রচনার একত্রে উপস্থিতি মানেই যে ধামাকাদার কিছু হবে তা আর বলার অপেক্ষা রাখে না।