ছেলে কেশবের প্রথম জন্মদিনের গ্র্যান্ড সেলিব্রেশন করলেন রাজা-মধুবনী জুটি, কেক থেকে শুরু করে বেলুন জন্মদিনের আয়োজন থেকে বাদ পড়লো না কোনো কিছুই

রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী টলিপাড়ার অত্যন্ত জনপ্রিয় জুটি। রিল থেকে রিয়েল লাইফ জুটির মধ্যে ভালোবাসার রসায়ন কিন্তু হার মানায় বহু জুটিকেই। ‘ভালবাসা ডট কম ‘নামের একটি ধারাবাহিকের মাধ্যমে জুটির পথ চলা পর্দা থেকে আসতে আসতে বাস্তব জীবনে গড়ায়। তারপর বহু বছর ধরে সম্পর্কে আবদ্ধ থাকার পর বিয়ের পিঁড়িতে বসেছিল এই জুটি। গত বছরে মা হয়েছিল মধুবনী, সেই খবর রাজা গোস্বামী সবার সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন। তবে এবারের খবর তাদেরই একমাত্র ছেলে ছোট কেশবকে নিয়ে। ছোট কেশব পা দিয়েছে এক বছরে। এইটুকু বয়সেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় কেশব।
আরও পড়ুন: ক্ষমতাচ্যুত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান! ব্যঙ্গ করার সুযোগ হাতছাড়া করলেন না হাসির রাজা, মীর
এবার এই জুটি পরিবারের সবাইকে সাথে নিয়ে পালন করলেন ছেলের এক বছরের জন্মদিনের পার্টি। সোশ্যাল মিডিয়াতে মা মধুবনী জন্মদিনের সেলিব্রেশনের একগুচ্ছ ছবি ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন। সেখানেই দেখা গিয়েছে, রাত বারোটার সময় থেকে কেক কাটা থেকে শুরু করে ঠাকুরের কাছে আশীর্বাদ নেওয়া কোনোটাই বাদ রাখেননি সেলিব্রিটি দম্পতি। মাঝরাতেই পরিবারের সবার সাথে কেক কেটে, সাথে আবার সাজানো হয়েছে, হ্যাপি বার্থডে লেখাতে । ছোট কেশবকে কিন্তু জন্মদিনের রাতে একেবারে হিরোর সাজে লাগছিল। বেশ মিষ্টি সাজে একদম চুলে ঝুঁটি বেঁধে, রং বেরংয়ের পোশাক পরে , বাবা মা , দিদা দাদু সবার আশীর্বাদ নিয়ে জন্মদিন পালন করা হয়েছে। তবে পরের দিনের সেলিব্রেশন আরও বড়সড় ভাবে করা হয়েছিল। যেখানে বাহারি পাঞ্জাবি পরে একেবারে রাজার মতো পাঞ্জাবির সাজে চলেছে জন্মদিনের সেলিব্রেশন।
মা মধুবনী ছেলে কেশবের উদ্যেশ্যে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের উইশ করতে গিয়ে লিখেছেন, “আমার কেশব, তুমি সারাজীবন সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এবং একজন ভালো মানুষ হও। মা অন্নপূর্ণার কাছে এই প্রার্থনা করি। ” এভাবেই ছেলের মঙ্গল কামনা করেছেন তিনি। গত বছরের এইদিনে হাসপাতালের বেড থেকে স্ত্রীর ছবি তুলে খুশির খবর দিয়েছিল রাজা গোস্বামী। তারপর দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেলো। কেশব এক বছরে পা দিলো।
প্রসঙ্গত বলা যায়, কিছুদিন আগেই এই জুটি স্টার জলসার একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে এসে নিজেদের দীর্ঘদিনের ভালোবাসার বন্ধনের কথা বলে দর্শকদের আবেগপ্রবন করে তুলেছিলেন। দম্পতির একসাথে একটি ব্লগ চ্যানেল রয়েছে। যেখানে দৈনন্দিন জীবনের ঘটনাবলী তুলে ধরেন। এবার ছেলে কেশবের জন্মদিনে এইভাবেই এক বিশাল আয়োজন করেছিলেন সেলিব্রিটি এই দম্পতি।