সিরিয়াল

রানী রাসমনির জগদম্বা এবার পিলুতে! মিমি দত্তকে কোন নতুন চরিত্রে দেখা যাবে পিলুতে জানেন?

২০২১ সালে রূপোলী পর্দার যে সকল তারকাদের বিয়ে হয়েছে তাদের মধ্যে মিমি দত্ত একজন। অভিনেতা ওম সাহানিকে বিয়ে করেন তিনি। বিয়ের পর স্বাভাবিকভাবেই অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন টেলিভিশন জগতের জনপ্রিয় এই অভিনেত্রী। তবে সম্প্রতি তিনি আবার অভিনয় জগতে ফিরছেন বলে খবর পাওয়া গেলো।

আরও পড়ুন: সাউথের দশটি হিট সিনেমার হিন্দি রিমেক করে পেট চালাবে বলিউড! সালমান, অক্ষয়, ঋত্বিক থাকবেন প্রধান ভূমিকায়

বিয়ের জন্য অভিনয় জগৎ থেকে সাময়িক বিরতি নিলেও সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সাথে যোগাযোগ রেখেছিলেন মিমি। সম্প্রতি ভক্তদের সাথে নিজের এই সুখবর ভাগ করে নিলেন তিনি, জানালেন নতুন একটি ধারাবাহিক এর মধ্য দিয়ে আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন তিনি। জি বাংলা জয়ী সিরিয়ালে অভিনয় করে তিনি ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছিলেন, পরবর্তীতে ইন্দু, ভুতু ইত্যাদি সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। ‘ভুতু’তে তার অভিনয় সকলের মন কেড়ে নিয়েছিল। এছাড়া কিছুদিন আগেও জি বাংলার অপর জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণি তে তাকে রাসমনির ছোট মেয়ে জগদম্বার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।

করুণাময়ী রানী রাসমণি তে উত্তর পর্বে অভিনয় করতেন তিনি। সেখানে খুব অল্প সময়ের জন্যই তাকে দেখা গিয়েছিল। সম্প্রতি জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দেখা যাবে মিমি কে। জি বাংলার অন্যতম জনপ্রিয় এই ধারাবাহিক পিলু তে মল্লারের বোন মল্লিকার চরিত্রে মিমি কে দেখতে পাওয়া যাবে। এই ধারাবাহিকে মল্লারের চরিত্রটি নেতিবাচক হলেও তার বোন মল্লিকা অত্যন্ত ভালো চরিত্রের মেয়ে, তাকে এই ধারাবাহিকে পজিটিভ রোল হিসেবেই দেখানো হয়েছে।

আরও পড়ুন: ক্যাটরিনার থেকে চ্যালেঞ্জ বেশি ছিল রুবিনার! জ্বর ও ঋতুস্রাবের কষ্ট নিয়েই ‘টিপ টিপ বরসা পানি’র শুটিং রবিনার!

মল্লিকার ছোটবেলা খুব একটা ভালো ছিল না, তার ছোটবেলার সেই কাহিনী পিলুতে এবার দেখানো হবে, পিলুতে অভিনয় করার কথা ইনস্টাগ্রামে ভক্তদের কে নিজের মুখেই বলেছেন মিমি। তাকে নতুন রূপে দেখার জন্য উৎসাহিত হয়ে আছেন তার ভক্তরাও।

গত ১০ জানুয়ারি থেকে জি বাংলার পর্দায় ধরাবাহিক পিলু শুরু হয়েছে। সোম থেকে রবি প্রতিদিনই এই ধারাবাহিক সন্ধ্যে সাড়ে ছয়টায় দেখা যায়। সঙ্গীত কে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে এই ধারাবাহিকের গল্প। সুরমন্ডলের শাস্ত্রীয় সংগীত গুরু আদিত্য নারায়ণের শ্রেষ্ঠ ছাত্র আহির আর আদিত্যর প্রথমা স্ত্রীর সন্তান পিলুর মধ্যে রসায়ন দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। তবে পিলুও লোক গানের শিল্পী, শাস্ত্রীয় সংগীতের সাথে লোকগানের এই ঘরানার মিলন আর পিলুর সঙ্গে আহিরের মিলনের এই গল্পে নতুন মোড় আসে যখন মল্লারের সঙ্গে আদিত্য ও তার দ্বিতীয়া স্ত্রীর সন্তান রঞ্জিনীর বিয়ে হয়। এই ধারাবাহিকে মল্লারের বোনের গল্প এইবার ধারাবাহিকটিকে কোন নতুন দিকে মোড় দেবে সেটাই দেখার।

প্রসঙ্গত উল্লেখ্য, মিঠাই সিরিয়ালেও অল্প সময়ের জন্য দেখা গিয়েছিল তাকে। সেখানে একটি রান্নাসহ হেঁশেল সঞ্চালনা করতে দেখা যায় তাকে।

Related Articles

Back to top button