সিরিয়াল

“নাম আমার ভুতু”, মনে পড়ে সেই ছোট্ট কিউট ভূতকে? সেই ছোট্ট আর্শিয়া এখন পূর্ন কিশোরী, তারই ছবি ভাইরাল দুনিয়ায়

একসময়ের জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ভুতু। ধারাবাহিকটি কয়েক দিনের মধ্যেই দর্শকের মন জয় করে নিতে সার্থক হয়েছিল। ধারাবাহিকের মুখ্য চরিত্র সেই ছোট্ট ভুতুকে এখনো বাঙালি দর্শক ভুলতে পারেনি। ধারাবাহিকের মুখ্য চরিত্র অর্থাৎ ভুতুর চরিত্রে অভিনয় করেছিল খুদে শিশু শিল্পী আর্শিয়া মুখার্জি। ধারাবাহিকের পাশাপাশি খুদে শিশুশিল্পী নিজের জন্য আলাদাই ভালোবাসা আর জায়গা তৈরি করেছিলেন দর্শকের মনে।

এই খুদে শিশুশিল্পী আর্শিয়া এখন কি করছে জানেন কি? প্রায় বেশ কয়েকদিন ধরে টেলিভিশনের পর্দায় দেখা যায় না আর্শিয়াকে। তবে কি করছে সে? অন্য কোন প্রজেক্টে ব্যস্ত আছে? নাকি আর দেখা যাবে না তাকে টেলি পর্দায়? দর্শকের সব প্রশ্নের উত্তর রইল।

আসল ব্যাপারটা হলো আর্শিয়া এখন পুরোপুরি মন দিয়েছেন তার পড়াশোনায়। ভুতু ধারাবাহিকটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে হিন্দি ভার্সন বের হয় এই ধারাবাহিকের। আর সেই ধারাবাইকেই ভুতু হিসেবে আবার কাস্ট করা হয় আর্শিয়াকে। বেশ কয়েকদিন মায়ের সাথে মুম্বাইয়ে থাকতে হয়েছিল শিল্পীকে। তারপরে ভুতুর একটি আলাদা কার্টুন সিরিজও বার করা হয়। শেষবার তাকে টেলিভিশন পর্দায় দেখা গিয়েছিল মীরা ধারাবাহিকে। ছোট্ট মীরা রুপেও বেশ ভালোবাসা পেয়েছিল ভুতু। এতসব কাজের মাঝে বেশ ব্যস্ত ছিল ক্ষুদে শিল্পী।

কিন্তু এখন সে সপ্তম শ্রেণীর ছাত্রী। পড়াশোনা চাপের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ সে। সম্প্রতি তোর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যা দেখলে স্পষ্ট তার কিশোরী সময়। সেই ছবিগুলোতেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ভুতুর অনুরাগীরা। সেই ছোট্ট মিষ্টি ভূতু এখন লাবণ্য ও যৌবন শুরুর আগের সৌন্দর্যের কিশোরী। এখন অভিনয় জগৎ থেকে পড়াশোনার কারণেই দূরে আছেন অভিনেত্রী। ভুতুর ম্যাজিক আর মীরার ভালোবাসা কবে আবার পর্দায় দেখা যাবে সেটাই এখন প্রশ্নের।

Related Articles

Back to top button