সিরিয়াল

নিজে হাতে খাইয়ে দিয়েও মান ভাঙলো না খড়ির! সে নাকোচ করলো হানিমুনের প্রস্তাব আবার কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসেবে জয়েন করার প্রস্তাবও, টানটান উত্তেজনা এখন গাঁটছড়ায়

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক “গাঁটছড়া”। ধারাবাহিকের উত্তেজনাপূর্ণ সমস্ত ঘটনায় দর্শকেরা মেতে আছে বেশ কয়েকদিন ধরে। অল্প কয়েক দিনের মধ্যে ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। বাংলার সেরা ৫ এ প্রত্যেক সপ্তাহতেই জায়গা হয় এই ধারাবাহিকের। আর সেই জায়গা ধারাবাহিক করে নিতে পারছে তার টানটান উত্তেজনাময় গল্পের মাধ্যমে। তেমনি এ সপ্তাহতেও চলছে এক জমজমাটি সপ্তাহ।

সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে যে ঋদ্ধি রাগের মাথায় খড়িকে খুব অপমান করেছিল তারপরেই খড়ি আয়োজন করে তার আর্টের এক্সিবিশনের। সেই এক্সিবিশনেও খড়িকে সাজিয়ে দেয় ঋদ্ধি। এরপরেই আসে বিদেশি ব্যবসায়ী পিটার তাদের বাড়িতে। পিটারের দেওয়া ডিল ক্র্যাক করতে না পারলে সত্যিই পথে বসতে হবে সিংহরায় জুয়েলার্সকে।

এত ঝামেলা অশান্তির পরেও খড়ি ঠিক করে সে ঋদ্ধিকে সাহায্য করবে ডিল ক্র্যাক করতে। অন্যদিকে রাহুল ও তার বোন কিয়ারা সব সময়ের মতোই ঋদ্ধিকে পথে বসানোর জন্য পিটারকে এমন ডিজাইন দেখায় যা পিটারের পছন্দ হয় না। বাড়িতে তৈরি হাতের রান্না না খেয়ে বসেছিল ঋদ্ধি। তারপর রাতে সবাই খেয়ে নিলে ঋদ্ধি লুকিয়ে যায় সেই খাওয়ার খেতে। আর ধরা পড়ে খড়ির হাতে।কিন্তু এরপরেই ভট্টাচার্য বাড়ির তিন মেয়ে দ্যুতি, ঘড়ি ও বনি মিলে পিটারকে বাংলার কলা ও সংস্কৃতির দারুন প্রেসেন্টেশন করে দেখান। যেটা দেখে পিটার সিংহরায়দের সাথে ডিলে হ্যাঁ করে দেয়।

এতসবের পরেও ঘড়ির ঋদ্ধিকে সাহায্য করা দেখে ঋদ্ধি গলে যায়। ঋদ্ধি নিজের হাতে করে খাইয়েও দেয় খড়িকে। এরপরেই দেখানো হয় খুড়ি ও ঋদ্ধিকে শাস্তি দেন দাদু ঠাকুমা। ঋদ্ধি খড়ি কে সিংহরায় জুয়েলার্সের অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার হিসেবে জয়েন করতে বললে খড়ি সে বিষয়ে নাকচ করে দেয়। আবার সে সবার সামনে এও বলে যে সে ঋদ্ধির সাথে হানিমুনে যেতে চায় না। আর সেই ভিডিও ক্লিপ এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Related Articles

Back to top button