সিরিয়াল

খড়িকে বাড়ি ফেরাতে নাছোড় ঋদ্ধি! খড়ির মন জয় করতে রবীন্দ্রজয়ন্তীর নৃত্যনাট্যে সেজেগুজে অংশ নিল ঋদ্ধি!

চলতি কথায় বলা হয়, প্রেম অন্ধ। অর্থাৎ প্রেমে পড়লে মানুষ কিনা করে! নানান রকম ভাবে ভালোবাসার মানুষের মন জয় করার চেষ্টা করে প্রেমিক পুরুষ। প্রেমিকার মন জয়ের জন্য অসাধ্য সাধন করে, যেখানে সাধারন মানুষ এত কিছু করতে পারে সেখানে হিরোদের তো কথাই নেই। রুপোলি পর্দায় দেখা যায় হিরোরা নায়িকার মন জয় করার জন্য অনেক রকম অসম্ভব কান্ড ঘটায়। সে হয়তো যা কোনোকালেই করতে পছন্দ করতো না তাই করে বসে। ঠিক এই রকমই কাণ্ড কারখানা ঘটাতে চলেছে এইবার ঋদ্ধি।

আরও পড়ুন: একমুখ দাড়ি গোঁফ নিয়ে শাড়ি গহনা পরা পুরুষ টেক্কা দিলেন সুন্দরী নারীদেরকেও! তুমুল ভাইরাল ছবি

গাঁটছড়া ধারাবাহিকে খড়িকে বাড়ি ফেরাতে নানান রকম কাণ্ডকারখানা করে চলেছে ঋদ্ধিমান। নিজের স্ত্রীর মন জয় করার জন্য কখন‌ও স্ত্রীর বিপদে পাশে দাঁড়াচ্ছে সে। গুন্ডাদের হাত থেকে বাড়ি উচ্ছেদ আটকাতে খড়ির বিপদে সে পাশে দাঁড়ায়, গুন্ডারা খড়িকে ধাক্কা মেরে ফেলে দিলে, ঋদ্ধি শুধু রেগে গিয়েছিল এমনটাই নয়, তার স্ত্রীর গায়ে হাত তোলার জন্য উত্তেজিত হয়ে সে গুন্ডাদের মারতে শুরু করে। এইবার আবার সে একটি অবাক করা কান্ড ঘটিয়েছে।

গাঁটছড়াতে স্ত্রীর মন ভোলানোর জন্য ঋদ্ধি যেভাবে উঠে পড়ে লেগেছে তা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছেন দর্শক। আর মুগ্ধ হবেন নাই বা কেন? বরের রোমান্স দেখতে পেলে সকলে খুশিই হন! তাই খড়িকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ঋদ্ধি যখন ছাদের মধ্যে তার হাত চেপে ধরে বা খাবার টেবিলে খড়ি খাবে না বলায় সেও খাবার খায় না- এইসব দেখে খুশি হয়ে যান দর্শক। সম্প্রতি দেখা যাচ্ছে রবীন্দ্রজয়ন্তী নৃত্যনাট্যে অংশ নিচ্ছে ঋদ্ধি।

আরও পড়ুন: স্ত্রীকে হাসপাতাল থেকে ছাড়ানোর টাকা ছিলনা আমজাদের কাছে! লজ্জায় আর হাসপাতালমুখো হননি আমজাদ

এর আগে একবার তাকে যখন খড়ি বলেছিল, আপনাকে রবীন্দ্রজয়ন্তীতে অংশগ্রহণ করতে হবে, তখন ঋদ্ধি রাজি হয়নি। কিন্তু হঠাৎ করে দেখা গেল সুর বদল হয়ে গিয়েছে ঋদ্ধির। স্ত্রীর বিপদে পাশে দাঁড়াতে সে মঞ্চে এসে হাজির হয়েছে রবীন্দ্রজয়ন্তীতে পারফর্ম করবে বলে, এই ঘটনায় পুরো তাজ্জব হয়ে গেছে খড়ি। রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে বনিকে হঠাৎ একটি ছেলে এসে জানায় যে, তার পায়ে হঠাৎ করে লেগে যাওয়ার জন্য সে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না। পুরো ঘটনাটিতে সমস্যায় পড়ে যায় খড়ি। এই সময় খড়ির পাশে দাঁড়ানোর জন্য সেই ছেলেটির জায়গায় সেজেগুজে হাজির হয় ঋদ্ধি। রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে ঋদ্ধিকে সেজেগুজে আসতে দেখে রীতিমতো অবাক হয়ে যায় খড়ি।

Related Articles

Back to top button