সিরিয়াল

ইষ্টিকুটুম ধারাবাহিকের বাহামনিকে মনে আছে? এখন সেই গ্রামের মেয়ে সুইমিং ড্রেসে তার হট এন্ড বোল্ড লুকে জলে নেমে রূপের আগুন ছড়াচ্ছে চারিদিকে

রনিতা দাস, একসময়ের টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় নাম। স্টার জলসার সন্ধ্যে শুরু হতো ধারাবাহিকের বাহামনির ডায়লগ “বটে” দিয়ে। সেটি ছিল রনিতার ক্যারিয়ারের প্রথম কাজ। ওই একটি কাজেই বাজিমাত করে দিচ্ছিলেন সদ্য আগত অভিনেত্রী। প্রতিটি এপিসোডেই দর্শকের মন কেড়ে নিচ্ছিলেন তিনি। কিন্তু এখন তার হট আর বোর্ড লোক দেখলে অবাক হবেন।

ইষ্টি কুটুম ধারাবাহিকের পর তাকে ছোট পর্দায় আর খুঁজে পাওয়া যায়নি। বেশ কয়েক বছর অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন না অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নেননি তিনি। মাঝে মাঝেই তিনি পোস্ট করতেন তার বিভিন্ন ধরনের ফটোশুটের ছবি। সম্প্রতি তিনি বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে অভিনেত্রী সাহসী পোশাকে রুপের পারদ চড়িয়েছেন। প্রত্যেকটি পোশাকেই অনবদ্য অভিনেত্রী। বিশেষত পুলে নেমে সুইমিং ড্রেসে যেন জলে আগুন ধরিয়েছেন রুপের জৌলুসে। পুলের নীল জলে সুইমিং ড্রেসে স্পষ্ট শরীরের অনেকাংশ। ডিপ নেক জামার ফাঁক দিয়ে উকি দিচ্ছে গভীর ক্লিভেজ। উন্মুক্ত উরু দিয়ে চুয়ে পড়ছে যৌবন রস। রনিতার এই হট এন্ড বোল্ড লুকে দিশাহারাচ্ছে দর্শকেরা। নেট দুনিয়া তার সেই ছবিকে বেশ প্রশংসনীয় করে তুলেছে। তা সেই ছবিগুলির কমেন্ট সেকশন দেখলেই স্পষ্ট বোঝা যাবে।

তবে বর্তমানে আর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে দেখা যাচ্ছে না অভিনেত্রীকে। তিনি এখন মন দিয়েছেন ওটিটি প্লাটফর্মে। ওটিটি প্লাটফর্মে তিনি কাজ করেছেন তার বয়ফ্রেন্ড সৌপ্তিকের পরিচালনায় খেলা শুরু সিরিজে। আপাতত দুজনে মিলে একটি প্রযোজনা সংস্থা খুলেছেন। আর সেখানেই ব্যস্ত তারা। তাদের কর্মজীবন সুন্দর করে গড়ে তুলতে চাইছেন অভিনেতা-অভিনেত্রী। যদিও এখনই নিয়ে করছেন না তারা।

Related Articles

Back to top button