সিরিয়াল

রুকমা রায়ের নতুন ধারাবাহিকে ফের প্রত্যাবর্তন! ‘লালকুঠি’র রহস্য রোমাঞ্চিত প্রোমো দেখে শিহরিত দর্শকরা

‘দেশের মাটি’ ধারাবাহিকের অন্যতম প্রধান চরিত্র মাম্পি যে দর্শকের খুব কাছের একজন মানুষ হয়ে উঠেছিল একথা বলার আর অপেক্ষা রাখেনা। মাম্পির চরিত্রে অভিনয় করে অভিনেত্রী রুকমা রায়কে ফের কবে পর্দায় দেখতে পাবেন সেই আশায় দিন গুনছিলেন দর্শকরা। এমনকি সিরিয়াল শেষের পরে খুব কষ্টও পেয়েছিলেন বহু অনুরাগীরা। এবার তাদের জন্যই রয়েছে সুখবর! ফের পর্দায় নতুন ভাবে একটি ধারাবাহিকে দেখা যাবে ভক্তদের প্রিয় রুকমাকে।

আরও পড়ুন: অভিনেতার মৃত্যুর পর বেশ কয়েকদিন অতিক্রান্ত, এবার বাবাকে নিয়ে মুখ খুললেন অভিষেকের মেয়ে সায়না

রুকমার সমস্ত অনুরাগীদের জন্য দারুন চমক দেওয়ার ব্যাপার। জি বাংলার পর্দায় আসতে চলেছে রহস্য রোমাঞ্চ পরিপুর্ণ একটি নতুন ধারাবাহিক যার নাম , ‘লালকুঠি। ‘ সিরিয়ালের একটি প্রোমো প্রকাশ্যে আসতেই রুকমা প্রিয় দর্শকদের আনন্দ আর ধরেনা। সুরিন্দর প্রোডাকশন হাউজের অন্তর্ভুক্ত এই ধারাবাহিকে প্রধান চরিত্র হিসেবে দেখা যাবে রুকমাকে। তবে প্রোমো দেখেই বেশ বোঝা যাচ্ছে এই ধারাবাহিক কিন্তু অন্যান্য আর পাঁচটা আগের ধারাবাহিকের মতো মোটেই হবেনা। এ কোনো সাংসারিক বা পরিবার কেন্দ্রিক গল্প না হয়ে একেবারে রহস্যে মোড়া অন্য স্বাদের গল্পের ওপর ভিত্তি করে হতে চলেছে।

প্রোমোর ভিডিওতে দেখা গিয়েছে, লাল জরির কাজ করা একটি শাড়ি পরেছে রুকমা সাথে আবার মাথায় ফুল ও লাগিয়েছে। কিন্তু বাইরের পরিস্থিতি মোটেই স্বাভাবিক ছিলনা। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। ঠিক তখনই কোথাও যাবে বলে তৈরি হচ্ছিল সে। রুকমাকে ফোনে কাউকে বলতে শোনা গিয়েছে, বৃষ্টি একটু কমলেই আসছি। পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে একটি সুবিশাল বাড়ি যেখানে একাই রয়েছে সে। তারপরেই একটি গাড়ি এসে দাঁড়ায় বাড়ির বাইরে। ঘটে যায় সেই কাণ্ডটি!

আরও পড়ুন: বাংলা সিনেমার জগতে ফের খারাপ খবর! মাতৃহারা হলেন অভিনেতা যশ

রুকমা বাইরে যাওয়ার জন্য এগোলেই বুঝতে পারে কেউ তার বাইরে বেরোনোর রাস্তাটা ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছে। তারপর সে মরিয়া হয়ে বাইরে বেরোনোর চেষ্টা করলে দেখতে পায় বাইরের দরজাও লাগানো। হঠাৎই শূন্যে তার ওপর একটি ধারালো অস্ত্র তাও আবার রক্ত মাখা সেটি এসে লাগে তার ঠিক মাথার ওপরের জায়গায় আর একটু হলেও যেনো কিছু একটা ঘটে যেত তারই ইঙ্গিত।

লালকুঠি’র এই রহস্যে মোড়া গল্প নিয়েই পর্দায় ফের ফিরতে চলেছে অভিনেত্রী। জি বাংলার অফিসিয়াল পেজ থেকে ভিডিওটি পোস্ট হতেই ভক্তদের মধ্যে আনন্দ যেনো ধরে না। প্রত্যেকের কমেন্টে বেশ বোঝা যায় অনুরাগীরা কতটা অপেক্ষা করে ছিল এতদিন। আবার কেউ কেউ তো আগের ধারাবাহিকের হিরোর অভিনয়ে রাহুল কেও চেয়ে বসেছেন। এখন দর্শকের কেবলই দিন গোনা কবে শুরু হয় এই ধারাবাহিক!

Related Articles

Back to top button