সিরিয়াল

‘আপনাকে সম্মান করি এমন পোশাক দয়া করে পরবেন না’! পর্দার জগদম্বাকে পুলের জলে লাল বিকিনিতে দেখে রেগে আগুন নেটিজেনরা!

অভিনেতা অভিনেত্রীদের জীবনে অনেক রকম সীমাবদ্ধতা কাজ করে, প্রদীপের তলায় অন্ধকারের মত তাদের জীবনে অনেক রকম বিষয় থাকে যা সচরাচর লাইম লাইটের মধ্যে চোখে পড়ে না। অভিনেতা-অভিনেত্রীদের জীবনের সবথেকে বড় সমস্যা তো এটা যে দর্শকরা বুঝতেই চায় না ক্যামেরাতে তারা যেটা দেখেন সেটা রিল লাইফ, অভিনেতা বা অভিনেত্রী আসলে ওই রকম নন। তাদের একটা ব্যক্তিগত জীবন আছে তাদের একটা রিয়েল লাইফ আছে। সেই রিয়েল লাইফের গল্প রিল লাইফের থেকে আকাশ-পাতাল ফারাকের হতে পারে। ঠিক যেমনটা হলো অভিনেত্রী রোশনি ভট্টাচার্যের ক্ষেত্রে।

বর্তমানে গোধূলি আলাপ ধারাবাহিকে রোহিণীর চরিত্রে অভিনয় করছেন রোশনি। আদিকে বিয়ে করে রায় বাড়িতে ঢুকেছে সে। সেখানে তার চরিত্রটি খলনায়িকার। কিন্তু আদপে বাস্তবে তো অভিনেত্রী সেরকম নন ঠিক একই রকম ভাবে, রোশনি এর আগে যে চরিত্রটি অভিনয় করেছিলেন সেটি হল করুণাময়ী রানী রাসমনির ছোট মেয়ে জগদম্বার চরিত্র। সেখানে তাকে যেরকম ভাবে দেখানো হয়েছিল সেটা ছিল তার রিল লাইফ কিন্তু বর্তমানে তিনি সম্পূর্ণ আলাদা একজন মানুষ এটাই দর্শকরা বুঝতে চায় না।

বাস্তব জীবনে অভিনেত্রীর আইনি বিয়ের পর্ব মিটে গেলেও সামাজিক বিয়ে হয়নি। বর্তমানে স্বামী তূর্য সেনের সাথে সিঙ্গাপুরে রয়েছেন অভিনেত্রী সেখানে গিয়ে সুইমিংপুলের জলে একাধিক হট ছবি দিয়েছেন তিনি কোন ছবিতে দেখা যাচ্ছে নীল জলের মাঝে লাল বিকিনি পরে পোজ দিচ্ছেন তিনি। তার সেই ছবি দেখে অনেক অনুরাগীই মুগ্ধ হয়ে উঠেছেন। তবে অনেকে আবার তার সেই ছবি দেখে ট্রোলিং ও শুরু করেছেন। পর্দার জগদম্বাকে এই রূপে তারা মেনে নিতে পারছেন না। জগদম্বা চরিত্রের জন্য তাকে সবাই সম্মান করেন তাই তিনি যেন এরকম ছবি না দেন বলেও অনুরাগীরা অনুরোধ করেছেন।

Related Articles

Back to top button