সিরিয়াল

খড়কুটো ধারাবাহিকে আধুনিকতার ছোঁয়া, সাজি নিজেই মুখ ফুটে বিয়ের প্রস্তাব দিল নিজের ভালোবাসার মানুষকে, এই ভাবেই মেয়েরা এগিয়ে যাক বলছেন নেটিজেনরা

আজ থেকে প্রায় দেড় দু বছর আগে শ্রীময়ী ও খড়কুটো স্টার জলসায় দাপিয়ে কাজ করে গেছে। একটা সময় বেশ জনপ্রিয় ছিল ধারাবাহিকগুলি। গত বছর ডিসেম্বরে শ্রীময়ী শেষ করে দেওয়া হলেও খরকুটো শেষ হয়নি। এই ধারাবাহিকের হাত ধরে এখন আসছে আধুনিকতার ছোঁয়া। গুনগুনের একঘেঁয়ে ন্যাকামি দর্শকেরা পছন্দ করছিলেন না। ফলস্বরূপ প্রাইম টাইম এর জায়গায় ধারাবাহিকটি এখন টেলিকাস্ট করা হয় ভর দুপুরে। তবে এখন খড়কুটোর কাহিনীর প্লটে এসেছে এক জমজমাটি টুইস্ট। গুনগুনের অসহ্য ন্যাকামি কাটিয়ে এখন আনা হয়েছে সাজি ও অর্জুনের প্রেমের সম্পর্ক।

ধারাবাহিকে এই ঘটনার সূত্রপাত ঘটে যখন সাজি স্রোত কে ভালোবেসে বিয়ে করার এক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে জীবন তার সুখের হয়নি। কিন্তু তারপরে সাজে নিজের কর্মজীবনে এগিয়ে গেছে। বর্তমানে সে একজন প্রফেসর। সাজির কলেজেই আরেকজন প্রফেসর হিসেবে অর্জুনকে দেখানো হয়। এখান থেকেই শুরু তাদের পথ চলা।

এই প্রফেসর অর্জুন সাজিকে দোয়েল পাখি বলে ডাকে। দুজনের অজান্তেই তারা একে অপরকে ভালোবেসে ফেলে। অর্জুন সাজিকে বিয়ে করার প্রস্তাব দেয় মেজো কাকার কাছে। এই কারণে সাজি রাগ করে বিয়ের প্রস্তাবে না করে দেয়।

এরপরেই অর্জুন মনের দুঃখে বিদেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেয়। যা সাজি জানতে পারার পরে নিজেই অর্জুনের বাড়িতে যায়। নিজেই মুখ ফুটে বলে তার প্রতি ভালোবাসার কথা। সাজি নিজেই বিয়ের প্রস্তাব দেয় অর্জুনকে। আর এই সব ঘটনা মুখার্জি পরিবারের সদস্যরা দেখছিল দরজার বাইরে থেকে। অর্জুন বিয়েতে রাজি হলেও তারা সবাই ঘরে ঢুকে পড়ে মিষ্টির হাঁড়ি নিয়ে। এই ঘটনা দেখানোই ধারাবাহিক মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। এই দৃশ্য সকলের খুবই ভালো লেগেছে। নেটিজেনরা মনে করেছেন এর মাধ্যমে ধারাবাহিক আধুনিকতার শিক্ষা দিল দর্শকদের।

Related Articles

Back to top button