এইবার ছোটপর্দায় দেখা যাবে স্যান্ডি সাহাকে

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় মুখ স্যান্ডি সাহা। তার পোস্ট করা মজার ভিডিওগুলি দেখলেই মানুষের মন ভালো হয়ে যায়। সব সময় মানুষকে হাসানোর খোরাক যোগান দিতে থাকেন তিনি, এই কারণেই প্রচুর মানুষ তাকে পছন্দ করেন। এই কারণেই তার হেটার্স যেমন রয়েছে, তেমনই তার ফ্যান ফলোয়ার্সও রয়েছে অসংখ্য। এই স্যান্ডি সাহার অনুগামীদের জন্যই রয়েছে সুখবর, মুঠোফোনের জগৎ ছাড়িয়ে এবার তাকে দেখা যাবে ছোটপর্দায়। এর আগে একটি নন ফিকশন শোতে দেখা গিয়েছিল স্যান্ডিকে, যার দৌলতে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে এই প্রথম একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিকে দেখা যাবে তাকে।
আরও পড়ুন: ক্যামেরার সামনে প্রণাম করলেও অফ ক্যামেরায় থাপ্পর মারতো প্রসেনজিৎ, দাবি অনামিকা সাহার
ফোনের পর্দা ছেড়ে এইবার সকলের ড্রইং রুমে পৌঁছে যাবেন স্যান্ডি সাহা। কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘বসন্ত বিলাস মেস বাড়ি’তে দেখা যাবে স্যান্ডিকে। এটি তার প্রথম অভিনীত সিরিয়াল তাই এই নিয়ে যেমন তার মধ্যে একটি উচ্ছাস রয়েছে ঠিক একইভাবে তার অনুগামীরাও এই খবর শুনে উচ্ছসিত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই ধারাবাহিকে স্যান্ডির অভিনীত চরিত্রটি ঠিক কেমন? সান্ডি জানান “ভীষণ মজাদার ও দুষ্টুমি রয়েছে চরিত্রটিতে। যে দুষ্টুমিগুলো স্যান্ডি করতে পারেন না, সেটা করতে পারে এই চরিত্রটা।”
জীবনে প্রথম মেগা ধারাবাহিক করার অভিজ্ঞতা কেমন তাও জানিয়েছেন স্যান্ডি। স্যান্ডির কথায়, “জীবনের প্রথম মেগা বেশ মজা লাগছে। তবে আমি ভীষণ লেট রাইজার সকালে কল টাইম থাকে। সেটা একটু অসুবিধা। তবে সেটে চলে এলে ভীষণ মজা হয়। এছাড়াও এখানে যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারা এতদিন ধরে কাজ করছেন তাঁদের সঙ্গে কাজ করে ভালো লাগছে। তবে এই সেটে কমলিকা দি আমার সুইট হার্ট।” ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ একটি হালকা চালের হাস্যকৌতুকপূর্ণ ধারাবাহিক। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে রক্তের সম্পর্কের উর্দ্ধেও মানুষের সাথে মানুষের মধুর সম্পর্ক গড়ে ওঠে। এই ধারাবাহিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেন কাঞ্চন মল্লিক ও কমলিকা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: দূরত্ব ভুলে ফের কাছে এলেন দেব-মিমি, প্রেমের কথা বলবেন মধ্যপ্রদেশে
কোন চরিত্রে অভিনয় করতে চলেছেন স্যান্ডি? এই ধারাবাহিকে স্যান্ডিকে দেখা যাবে শ্রীতমা ভট্টাচার্যের ভাইয়ের চরিত্রে। অভিনেত্রী স্যান্ডির চরিত্র প্রসঙ্গে বলেছেন, এই ধারাবাহিকে স্যান্ডির সঙ্গে তার একটি মজার কেমিস্ট্রি ফুটে উঠবে, যা উপভোগ করবেন দর্শক। একই সাথে স্যান্ডির সাথে কাজ করতে পেরে খুশি হয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী আর শ্রীতমা ও স্যান্ডিকে একসাথে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরাও!