জি বাংলার ‘রান্নাঘর’-এ মা কে নিয়ে জমিয়ে রান্না টলি অভিনেত্রী শ্রুতির, বিয়ে নিয়ে দিলেন গোপন খবর!

বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে শ্রুতি দাস দর্শকের কাছে অত্যন্ত একটি চেনা মুখ। মাত্র দুটি সিরিয়ালে অভিনয় করেই দর্শকের বেশ মন জয় করে নিয়েছেন। তবে বিগত ছয় মাস ধরে কোনো সিরিয়ালে অভিনেত্রী কে না দেখা গেলেও কিছুদিন আগে হবু পরিচালক স্বামী স্বর্নেন্দু সমাদ্দার এর সাথে জি বাংলার ‘দিদি নং ওয়ান ‘ নামক জনপ্রিয় রিয়েলিটি শোতে দেখা গিয়েছিল। সেইসঙ্গে অভিনেত্রীর নিজের ইউটিউবে একটি নিজস্ব ব্লগিং চ্যানেল রয়েছে যেখানে প্রায়ই অভিনেত্রীর প্রতিদিনের কিছু কিছু অংশ দর্শকরা দেখতে পান।
এবার অভিনেত্রীকে দেখা গিয়েছে একেবারে অন্যরূপে। রান্না করতে কোমর বেঁধে নেমে পড়েছেন শ্রুতি। ভাবছেন অভিনয় ছেড়ে হঠাৎ রান্না করতে শুরু করলেন নাকি? আজ্ঞে না! জি বাংলার ওপর জনপ্রিয় রিয়েলিটি শো ‘ রান্নাঘর ‘ এ মা কে নিয়ে শনিবার হাজির হয়েছিলেন অভিনেত্রী শ্রুতি দাস। যদিও সোশ্যাল মিডিয়ায় আগে থেকেই মায়ের সাথে কিছু ছবি অনুরাগীদের জন্য শেয়ার করেছিলেন অভিনেত্রী।
‘ রান্নাঘর ‘ এ অভিনেত্রীকে সবুজ শাড়ি, কালো ব্লাউজ সাথে খোলা চুল এভাবেই দেখা গিয়েছে। অন্যদিকে মা স্বরূপা দাস সেজেছিলেন নীল শাড়িতে। মায়ের সাথে একেবারে হাতে হাত মিলিয়ে রান্নায় নেমে পড়েছিলেন অভিনেত্রী। যেখানে গল্পের ছলে নিজের কিছু পছন্দ অপছন্দের কথাও শেয়ার করেছেন তিনি। অভিনেত্রী মায়ের হাতের তৈরি কলমি শাক ও গুগলি খেতে খুবই পছন্দ করেন।
‘ রান্নাঘর ‘ এ এইদিন মা মেয়ে মিলে রান্না করে ফেললেন চিংড়ি এঁচোড়ের মুখরোচক। আগে অবশ্য বাবাকে নিয়েও একবার হাজির হয়েছিলেন শ্রুতি। এবার মায়ের সাথে একেবারে রাঁধুনি রূপে হাজির হলে। তবে এইদিন শোতে কেবল রান্না নয় সাথে তাঁর অনুরাগীদের জন্য এক সুখবর সামনে এনেছেন অভিনেত্রী। টলি ইন্ডাস্ট্রিতে আর বোধহয় কারোর জানতে বাকি নেই অভিনেত্রী ত্রিনয়নীর পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে প্রেমের সম্পর্কে আবদ্ধ। স্বর্ণেন্দু বয়সের দিক থেকে ১৪ বছরের বড়ো হলেও তাদের মধ্যে বয়সের এই ফারাক প্রেমে বাধা সৃষ্টি করতে পারেনি কখনও।
‘রান্নাঘর ‘এর মঞ্চে এইদিন বিয়ে নিয়ে যে একধাপ আরও এগিয়েছেন এই সুখবর সামনে এনেছেন শ্রুতি। আইনগত ভাবে সবটা না হলেও উভয় বাড়ির পক্ষ থেকে বিয়ের সম্পর্কে সমস্ত কিছু আপাতত স্থির হয়ে গিয়েছে। এমনকি এও জানিয়েছেন তিনি এবং হবু স্বামী স্বর্ণেন্দু মিলে ঠিক করে মা বাবাকে আলাদা না থাকতে হয় যাতে সেই সিদ্ধান্ত নিয়ে বড়ো ফ্ল্যাট নিয়েছেন। শ্রুতি স্বর্নেন্দুর বয়সের বিস্তর ফারাকের কারণে বহু ব্যাঙ্গের শিকার হতে হলেও অবশেষে ভালোবাসায় দুজন দিব্যি সংসারের দিকে পা বাড়াতে চলেছেন।