‘রান্নাঘরে এসেও শুভশ্রী-পার্নো রান্নায় হাত পর্যন্ত লাগালেন না শুভশ্রী’! নতুন পর্ব দেখে উত্তেজিত অনুগামীরা

ভারতীয় টিভি চ্যানেল জি বাংলায় একটি জনপ্রিয় রান্নার অনুষ্ঠানের নাম রান্নাঘর। প্রচারিত পর্বের সংখ্যার দিক থেকে এটি ভারতের ৩য় দীর্ঘতম টেলিভিশন অনুষ্ঠান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সুদীপা চ্যাটার্জী। এছাড়াও বিশেষ পর্বের উপস্থাপনায় অনেকসময় থাকেন অভিনেত্রী সোনালী চৌধুরী ও মানালি দে।
জি বাংলার এই জনপ্রিয় অনুষ্ঠান রান্নাঘরে সাধারণ মানুষরাও যেমন স্থান পান অপরদিকে বিভিন্ন হোটেলের সেফ এমনকি টেলি পর্দার অভিনেত্রীরাও আসেন রান্না করতে। সম্প্রতি এই অনুষ্ঠানে দুজন নায়িকাকে উপস্থিত হতে দেখা গেছে। তবে তারা রান্নাঘরে উপস্থিত হলেও রান্নার কাজে একজন হাত পর্যন্ত লাগালেন না অপরদিকে অপর একজন অভিনেত্রী রান্না করেছেন যা দেখে উত্তেজিত দর্শকরা।
কয়েকদিন আগে জি বাংলার রান্নাঘরে এসেছিলেন নায়িকা শুভশ্রী গাঙ্গুলী এবং অভিনেত্রী পার্নো মিত্র। রান্নাঘরের সঞ্চালিকা সুদীপার সাথে গল্প আড্ডার সঙ্গে রান্না করার জন্য তারা উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানের মঞ্চে। কিন্তু দেখা যায় রান্নার সময় শুভশ্রী গাঙ্গুলী কোনোরকম রান্নার কাজে হাত লাগাচ্ছেন না। তিনি হাত গুটিয়ে বসে আছেন। পুরো সময় রান্নার কাজে সাহায্য করেছেন অভিনেত্রী পার্নো, এই দৃশ্য চোখে লেগেছে দর্শকদের।
তবে এর আগে বহুবার শুভশ্রী সাক্ষাতে জানিয়েছেন যে তিনি রান্নার কাজে বিশেষ পটু নন। কারণ তাকে শ্বশুরবাড়িতেও রান্না করতে দেওয়া হয় না। তবে এই দিনের দুই অভিনেত্রীর রান্নাঘরে আগমন খুবই ভালো লেগেছে দর্শকদের।