সিরিয়াল

পছন্দের অভিনেতা জিৎ, অঙ্কুশ এবং সোহম! এড়িয়ে গেলেন টলিউডের মহানায়ক তথা প্রাক্তন প্রেমিক দেবকে, এখনো প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ এড়িয়ে চলেন অভিনেত্রী শুভশ্রী

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একটি উজ্জ্বল নাম হল শুভশ্রী গাঙ্গুলী। তবে বর্তমানে তো তিনি শুধু টলিউডের জনপ্রিয় নায়িকা নন। তিনি টলিউডের আর এক জনপ্রিয় পরিচালক রাজ চক্রবর্তীর স্ত্রী এবং ইউভানের মাও বটে। মা হওয়ার পরেও সংসারের পাশাপাশি সময় দিয়েছেন নিজের অভিনয় জগৎকেও। আবার শুটিংয়ের বাইরে তাঁর একমাত্র জগতার ছেলে ইউভান। তবে সম্প্রতি এক ইন্টারভিউতে শুভশ্রী চরম অপেশাদারী মনোভাবের পরিচয় দিলেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শুভশ্রীর একটি সাক্ষাৎকার। যেখানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে তিনি তাঁর অনুরাগীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন। আর সেখানেই একটি চিরকুটে উঠে এলো টলিউডের অভিনেত্রীর পছন্দের অভিনেতা কারা? সেখানেই অভিনেত্রীকে প্রথমে নাম নিতে দেখা যায় অভিনেতা জিতের। তারপর অঙ্কুশ হাজরা এবং সোহম। কিন্তু এক্ষেত্রে সযত্নে অভিনেত্রী এড়িয়ে গেলেন তাঁর প্রাক্তন প্রেমিক তথা বর্তমান টলিউডের মহানায়ক পুরস্কারপ্রাপ্ত অভিনেতা দেবকে। আর এর কারণেই কিছু কটাক্ষের শিকার হতে হলো অভিনেত্রীকে।

অভিনেত্রীর এর বক্তব্য পছন্দ করেনি বেশ কিছু নেটিজেনরা। আমরা সকলেই জানি বর্তমান প্রজন্মে টলিউডের যদি নতুন কিছু কনসেপ্ট এসে থাকে তাহলে সেই সব প্রযোজকদের মধ্যে দেবও একজন। আর অভিনেত্রী শুভশ্রী কিনা সেই দেবকেই এড়িয়ে গেলেন। এখানেই সোশ্যাল মিডিয়া ইউজারদের মনে হয়েছে যে অভিনেত্রী চরম অপেশাদারী মনোভাবের পরিচয় দিচ্ছেন।

প্রসঙ্গত অভিনেত্রী শুভশ্রী আজকে টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে এক উজ্জ্বল নাম বটে কিন্তু একটা সময় ছিল যখন তিনি সবে তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন। সেই সময় অভিনেতা দেব ও নিজের অভিনয়ের মাধ্যমে মন জয় করছেন মানুষের। এর আগে বহু সাক্ষাৎকারে অভিনেত্রী জানান অভিনয়ে জগতকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার পেছনে তার দিদির বেশ বড় একটা অবদান আছে। ছোট থেকে তাঁর দিদি তাঁকে অনুপ্রাণিত করেছে অভিনয়কে ক্যারিয়ার হিসেবে নেওয়ার জন্য।

বিভিন্ন জায়গায় অডিশন দেওয়া থেকে শুরু করে কলকাতায় এসে অভিনয় জগতের স্ট্রাগেল সবেতেই পাশে ছিলেন তাঁর দিদি দেবশ্রী। কর্মজীবনে নিজের সংগ্রামের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও চলেছে বেশ কিছু কাটাছেঁড়া। তাঁর মধ্যেই একটি দগদগে ঘা হয়ে রয়েছেন অভিনেত্রীর প্রাক্তন দেব। একটা সময় ছিল যখন দেব আর শুভশ্রীর সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। কিন্তু বেশ কিছু সাফল্যের পর তাঁদের সম্পর্কের অবসান ঘটে বেশ তিক্ততার মাধ্যমে। আর তারপর থেকেই অভিনেত্রী সযত্নে এড়িয়ে চলেন তাঁর প্রাক্তনের প্রসঙ্গ। তবে ব্যক্তিগত জীবনে যাই হোক না কেন কোন ভাল কাজ বা ভালো অভিনেতাকে অ্যাপ্রিশিয়েট না করে অভিনেত্রী নিজের কাজকে অসম্মান করলেন এমনকি নিজের অপেশাদারী মনোভাবেরও পরিচয় দিলেন।

Related Articles

Back to top button