‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে প্রিয়াঙ্কা নয় কাজ করার কথা ছিল যমুনা ঢাকির শ্বেতার! রাজ চক্রবর্তীর অফার এসেছিলো তার কাছে!

‘সিঁদুর খেলা’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। পরবর্তীতে তুমি রবে নীরবে, জড়োয়ার ঝুমকো, কনক কাঁকন ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করে প্রমান করেছেন নিজের অভিনয় দক্ষতা। এছাড়া হিন্দিতে ‘জয় কানাইয়া লাল কি’ ধারাবাহিকে অভিনয় করার মধ্য দিয়ে হিন্দি ধারাবাহিকে পদার্পণ করেন তিনি। বর্তমানে জি বাংলার ‘যমুনা ঢাকি’র যমুনা চরিত্রে অভিনয় করছেন তিনি। অনেকেই হয়তো জানেন না চিরদিনই তুমি যে আমার ছবিটিতে নায়িকা হিসেবে রাজ চক্রবর্তী প্রথমে তাকেই ভেবেছিলেন। কিন্তু সে সময় মানসিক ভাবে প্রস্তুত না থাকায় রাজি হননি অভিনেত্রী।
শ্বেতা জানান,“রাজ চক্রবর্তীর আমাকে পছন্দ হয়। ‘চিরদিনই তুমি যে আমার’ এর নায়িকা চরিত্রের অফার দেন। ক্লাস নাইনে পড়ি তখন, ছবিটা করতে পারিনি। এরপর টুকটাক কাজ করি লে ছক্কা, প্রেম আমার, চ্যালেঞ্জ-এ। লাভ কানেকশন ছবিতে সেকেন্ড লিড করি। তারপর এসভিএফ থেকে ডাক এলে ও অভিনেত্রী হবো বলে ভাবি নি।”
একটা ধারাবাহিকে এক এক রকম ভাবে কাজ করেছিলেন তিনি। তুমি রবে নীরবে ধারাবাহিকে মূক ও বধির চরিত্রে কাজ করেন, সেই সময় তাকে সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে হয়েছিল। এরপর জড়োয়ার ঝুমকো ধারাবাহিকে একজন গহনা গড়ার কারিগর এর চরিত্রে কাজ করতে গিয়ে তাকে গয়না বানানোর প্রাথমিক ধাপ সম্পর্কে শিখতে হয়েছিল। এখন যমুনা ঢাকির চরিত্রে অভিনয় করতে গিয়ে তাকে ঢাক বাজাতে শিখতে হয়েছে। এ প্রসঙ্গে অভিনেত্রী মুচকি হেসে বলেন “মাচায় গেলে ঢাক বাজানোর অনুরোধ আসবেই। গত বছর পুজোর ওপেনিংয়ে ঢাক বাজাতে হয়েছিলৃ এ বছর ভাবছি পাড়ার পাড়ায় পুজোর ঢাক বাজানোর বায়না টা নিয়েই ফেলবো।”
আরও পড়ুন: ‘বিক্ষোভ ছবিতে শ্রাবন্তীকে বেশি হাইলাইট করা হয়েছে’ভয়ঙ্কর অভিযোগ শুভশ্রীর!
এই ধারাবাহিকে কাজ করবার জন্য তিনি পাড়ার পুজোয় যিনি ঢাক বাজান, তার বাড়ি গিয়ে ঢাক বাজানো শিখেছেন। সিনেমায় অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী জানান,“ছবিতে অভিনয়ের প্রচুর সুযোগ এসেছিল, কিন্তু শর্ট ড্রেস পরবো না, স্লিভলেস পরবো না, ঘনিষ্ঠ দৃশ্য করবো না। এরপর কোন পরিচালক আমাকে নেবে বলুন? হয়ত বিশ্বাস করবেন না ব্যক্তিগত জীবনে আমি কখনো ছোট পোশাক পরিনি। নিজেকে এর জন্য কোনদিনও তৈরি করতে পারলে বড় পর্দায় কাজ করব”
ইন্ডাস্ট্রিতে বন্ধু প্রসঙ্গে অভিনেত্রী বলেন,“ বন্ধুত্ব নিয়ে অনেক তিক্ত অভিজ্ঞতা রয়েছে। সহজে বিশ্বাস করে ঠকেছি অনেকের কাছে। তাই এখন ইন্ডাস্ট্রির কাউকে বন্ধু বলে স্বীকার করতেই পারি না।” কথাপ্রসঙ্গে অভিনেত্রী আরো একটি কথা জানান যে,“একতা কাপুরের মুঘল-এ-আজম ধারাবাহিকে সুযোগ এসেছিল, প্রচুর টাকার অফার দিয়েছিলো কিন্তু ঘর থেকে বেরোনোর সাহস পাইনি।”