সিরিয়াল

‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে নিজেদের সন্তান না হওয়ার প্রসঙ্গ তুলে কেঁদে উঠলেন রূপঙ্কর পত্নী! চোখে জল এলো নেটিজেনদের

ইস্মার্ট জোড়ি’ নামক স্টার জলসার রিয়েলিটি শো টি ক্রমেই বাংলা টেলিভিশনে জনপ্রিয় একটি শো হয়ে উঠেছে। যেখানে সস্ত্রীক হাজির হতে দেখা যায় একের পর এক সেলিব্রিটিদের। মঞ্চে সঞ্চালকের ভূমিকায় অভিনেতা জিৎ। হাসি আড্ডায় মেতে ওঠে মঞ্চ। সেইসঙ্গে সেলিব্রিটিদের দাম্পত্য জীবনের প্রেম থেকে শুরু করে সুখ দুঃখের নানা দিক উঠে আসছে। তারকা জুটিদের জীবনের নানা অজানা সব তথ্য বেরিয়ে আসছে। ফ্যামিলি স্পেশাল পর্ব চলছে এই চলতি সপ্তাহে।

আরও পড়ুন: নদীয়ার হাঁসখালি এবার মুখ খুললেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, পরিচালকের ভাষায় তিনি ‘হতবাক এবং বাকরুদ্ধ’!

চলতি সপ্তাহে যেমন ভাবে সেলেব সব জুটিদের প্রেমের উদযাপন চলছে মঞ্চে তেমন ভাবেই তাঁদের জীবনের নানা অজানা দিক গুলি উঠে আসছে। গায়ক রূপঙ্কর বাগচী এবং স্ত্রী চৈতালি লাহিড়ী উপস্থিত হয়েছিলেন এই শোয়ের মঞ্চে। যে জুটি মঞ্চে হাজির হয়ে নিজেদের জীবনের এক গোপন সত্যি কথা ফাঁস করেছেন মঞ্চে দাঁড়িয়ে। এই শোয়ের একজন অত্যন্ত চর্চিত জুটি রূপঙ্কর ও চৈতালি , তাই এই জুটিকে নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই। মঞ্চে সবাইকে হাসিয়ে রাখলেই নিজেদের জীবনের এক কষ্টের কথা তুলে ধরেছেন। স্টার জলসার পক্ষ থেকে ইতিমধ্যেই ইস্মার্ট জোড়ি’র নতুন প্রোমো টি পর্দার সামনে এসেছে। যা দেখে চোখে জল এসেছে দর্শকদের। গায়িকার স্ত্রী চৈতালী আক্ষেপ করে কেঁদে মঞ্চে স্বীকার করেছেন, তিনি মা হতে চেয়েছিলেন, কিন্তু বহু চেষ্টার পরেও মা হতে পারেননি! এই কথা বলে কেঁদে উঠেছেন মঞ্চে। তারপর তাঁরা দুজন একত্রে সিদ্ধান্ত নিয়েছিলেন , একটি সন্তান দত্তক নেওয়ার জন্য। তারপরেই মঞ্চে প্রবেশ ঘটে তাঁদের একমাত্র মেয়ে মহুলের।

চৈতালী নিজের মেয়ে মঞ্চে আসতেই তার সামনেই বলে ফেলেন, যে তার আগমন গর্ভ থেকে নয় বুকে হাত দিয়ে বলেছিলেন হৃদয় থেকে, সেই কথা শোনার পর মেয়ে মহুল খুব কেঁদেছিল। ১৯৯৯ সালে একসাথে বিয়ের সম্পর্কে বাঁধা পড়েছিলেন এই দম্পতি। তারপর তাঁদের জীবনে সন্তানের অভাব মিটেছে। মহুলের আগমনের পর থেকে তাঁদের তিনজন একসাথে সুখী সংসার যাপন করছেন।

আরও পড়ুন: নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে একধাপ এগোলেন শাহরুখ পুত্র আরিয়ান খান, একটি ওয়েব সিরিজের পরিচালনার কাজ শুরু করলেন !

প্রসঙ্গত বলা যায়, স্টার জলসার এই রিয়েলিটি শো সম্পর্কে প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর স্ত্রী সংযুক্তা বিস্ফোরক মন্তব্য করেছিলেন সংবাদমাধ্যমের সামনে। অভিনেতার মৃত্যুর ক্ষেত্রে কিছুটা হলেও এই শোয়ের নির্মাতাদের দিকে আঙুল তুলেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

Related Articles

Back to top button