‘বেশি লাইকের আশায় পিঠ খুলে ছবি দিতে হবে না’! খোলা পিঠের ছবি দিয়ে তুমুল ট্রোলড হলেন ‘গাঁটছড়া’র খড়ি খ্যাত সোলাঙ্কি!

স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিক টিআরপি তালিকার শীর্ষে থাকে সবসময়। একসময় দীর্ঘদিনের বেঙ্গল টপার হওয়া ‘মিঠাই’ ধারাবাহিককে হারিয়ে এই ধারাবাহিক বঙ্গ সেরা হয়েছিল। এই সপ্তাহের টিআরপি অনুযায়ী দেখা যাচ্ছে যে, বঙ্গ সেরা না হলেও টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকের অনুরাগীদের বক্তব্য এই ধারাবাহিকে মূল কোন গল্প নেই শুধু কাস্টিং এর জেরেই এই ধারাবাহিক টি আর পি টপার হয়। এই ধারাবাহিকে প্রধান নায়িকা খড়ির ভূমিকায় অভিনয় করছেন সোলাঙ্কি রায়। তার অনবদ্য অভিনয় দক্ষতা সকলের মন জয় করে নিয়েছে।
অভিনেত্রী এর আগে ইচ্ছেনদী ধারাবাহিকের মেঘলা চরিত্র করে এবং প্রথমা কাদম্বিনী ধারাবাহিকের কাদম্বিনী চরিত্র করে সকলের মন জয় করে নিয়েছিলেন। এত রিয়েল ও আভিজাত্যপূর্ণ ভাবে অভিনয় করেন তিনি, যা দেখে সকলেরই চমক লেগে যায়। তার অভিনয়ের গুণেই গাঁটছড়া ধারাবাহিকটি পৌঁছে যায় জনপ্রিয়তার শীর্ষে।
ধারাবাহিকে কাজ করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রায়শই পোস্ট করেন অভিনেত্রী। সম্প্রতি অভিনেত্রী একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তার ভিজে চুল পিঠের ওপর ছাড়া, খোলা পিঠ আর ব্লাউজ ছাড়া অভিনেত্রী আটপৌরে ঘরানার শাড়ি পরেছেন। দুর্দান্ত লাগছে তাকে সেই ছবিতে, বেশ একটা সাবেকি সাবেকি লুক ধরা পড়েছেন। এই ছবি দেখে অভিনেত্রীর অনুরাগীদের রাতের ঘুম উড়েছে। সকলেই এই ছবির খুব প্রশংসা করেছেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন,“আজকেই যেন শ্রাবণ করেছে পণ, শোধ করে দেবে বৈশাখী সব ঋণ।”- এই ছবি দেখে অনেকে যেমন প্রশংসা করেছেন তেমনি সমালোচিত হয়েছেন অভিনেত্রী। কেউ বলছেন এই ছবি দেখে তাকে ঘেন্না লাগছে, কেউ বা বলেছেন, তাকে ভদ্রস্থ পোশাকে মানায় পিঠ খুলে ছবি দেওয়ার দরকার নেই!