সিরিয়াল

জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ১ এর সঞ্চালিকা তথা জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জীর নিজের জীবনে কিভাবে দিদি নম্বর ১ হয়ে উঠলেন তা জানেন কি? রচনার দিদি নম্বর ১ হয়ে ওঠার কাহিনি একনজরে

জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি জন্মগ্রহণ করেন ২ রা অক্টোবর ১৯৭৪ সালে। কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেনতিনি। তার পিতার নাম উপমন্যু ব্যানার্জি। মা বাবার তিনি একটিমাত্র সন্তান। অভিনেত্রীর আসল নাম ঝুমঝুম ব্যানার্জি। অভিনয় জীবনে ক্যারিয়ার শুরু করার পর তার নাম পরিবর্তন হয়। প্রথম জীবনে ২০০৪ সালে অভিনেত্রীর বিয়ে হয় ওড়িয়া জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মহাপাত্রের সাথে। এক বছরের এই সম্পর্কের বিবাহ বিচ্ছেদের ২০০৫ সালে। ২০০৬ সালে অভিনেত্রী দ্বিতীয়বারের জন্য বিয়ে করেন প্রবাল বসুকে। এনার সাথেই অভিনেত্রীর এক পুত্র সন্তান রয়েছে।

অভিনেত্রীর চলচ্চিত্রে পদার্পণ হয় ১৯৯০ সালে। তার প্রথম ছবি “দান প্রতিদান” এ রচনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। তারপরেই তার নাম ঝুমঝুম থেকে পরিবর্তন করে রচনা রাখেন পরিচালক সুখেন দাস। অভিনয় জগতে প্রবেশ করার আগে রচনা বেশ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ৯০ এর দশকের জনপ্রিয় অভিনেত্রী রচনা। তবে রচনা প্রচুর ওড়িয়া সিনেমাতে ও অভিনয় করেছেন বাংলা সিনেমার পাশাপাশি। রচনা ১৯৯০ সালে “মিস ক্যালকাটা” প্রতিযোগিতা জিতেছিলেন যখন তিনি সাউথ সিটি কলেজ থেকে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। এরপরেই তাকে ‘মিস বিউটিফুল স্মাইল’ ঘোষণা করা হয়। দুর্ভাগ্যবশত ১৯৯২ সালে তিনি “মিস ইন্ডিয়া” প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে থেকে বাদ পড়েন। যেখানে মধু সাপ্রে খেতাব জিতেছিলেন। অভিনয়ের জগতে তার সবচেয়ে বড় সাফল্য আসে যখন তিনি প্রায় ২০ টি সিনেমায় সিদ্ধান্ত মহাপাত্রের বিপরীতে প্রধান মহিলা চরিত্রে অভিনয় করেন। ৩৫টি বাংলা ছবিতে তার প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে।

অভিনেত্রী বাংলা সিনেমার পাশাপাশি বহু ওড়িয়া সিনেমা, এমনকি তামিল, তেলেগু, হিন্দি এবং কন্নড় ভাষাতেও অভিনয় করেছেন। তার অভিনীত কয়েকটি বাংলা সিনেমা হল – দান প্রতিদান, দুর্দান্ত প্রেম, তপস্যা, মোহিনী, মায়ের কথা, জীবন সাধন, দুই বোন, সিঁদুর নিয়ে খেলা, কুরুক্ষেত্র, গুরু, মায়ের আঁচল, সবুজ সাথী, অগ্নি ইত্যাদি। ২০১৭ সালে বিগ স্ক্রিনে অভিনেত্রীকে শেষবারের মতো দেখা যায় হঠাৎ একদিন সিনেমায়। এছাড়াও অভিনেত্রীর একমাত্র অভিনীত হিন্দি সিনেমা হল “সূরিয়াবংশম”। এছাড়াও অভিনেত্রী ওড়িয়া তামিল তেলেগু এবং কন্নড় ভাষাতেও সিনেমা করেছেন প্রচুর। আবার অভিনেত্রীকে একটি বাংলা টেলিভিশন শোতে ও দেখতে পাওয়া গেছে। আবার বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় সঞ্চালিকা হিসেবে বর্তমানে খ্যাতি অর্জন করেছেন অভিনেত্রী।

বর্তমানে অভিনেত্রী রচনা জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ১ এর সঞ্চালিকার স্থানে রয়েছেন। বর্তমানে এখান থেকেই অভিনেত্রী বিপুল সন্মান ও জনপ্রিয়তা অর্জন করছেন। এই শো এর সঞ্জালিকা হিসেবে দর্শক রচনাকে এতটাই পছন্দ করেছে যে কয়েকটি সিজনে অভিনেত্রী দেবশ্রী এবং শ্রাবন্তী কে সঞ্চালনার দায়িত্ব দেওয়া হলে শো এর টিআরপি একেবারে নিচে নেমে যায়। এরপর অভিনেত্রী রচনা আবার স্বমহিমায় ফিরে এলে রিয়েলিটি শো এর টিআরপিও আবার নিজের স্থানে ফিরে যায়। জি বাংলার আরও একটি জনপ্রিয় রিয়েলেটি শো ডান্স বাংলা ডান্সের বিচারকের সানে ছিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। এরপরেই চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে তাকে দিদি নম্বর ১ এর সঞ্চালিকা দায়িত্ব দেওয়া হয় এবং তিনি তার গ্রহণ করেন। এর পরের বাকিটা তো আমরা সকলেই জানি। এই রিয়েলিটি শো এখন বাংলার সেরা রিয়েলিটি শো।

অভিনেত্রী কিন্তু তার এই বিপুল পরিমাণ জনপ্রিয়তা কোনরকম পিআর ছাড়াই নিজেই অর্জন করেছেন। নিজের কর্মদক্ষতা দেখিয়ে দর্শকের মনের জায়গা করে নিয়েছেন। ২০০৭ সালে ছেলে হওয়ার পর তিন বছরের জন্য দীর্ঘ বিরতি নেন অভিনেত্রী। এই সময় বিভিন্ন কাজের অফার আসলেও মনের মত কাজ না পাওয়ায় অভিনয়ের জগতে ফেরেননি তিনি। এরপরেও ফোন করে কাজ চাওয়ার পক্ষপাতী নন অভিনেত্রী। তার পরে যখন তার কাছে রিয়েলিটি শো এর অফারগুলি আসে তখন সেগুলিতে তিনি কাজ করতে শুরু করেন। কলাকার পুরস্কার, ভারত নির্মাণ পুরস্কার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রদত্ত বিশেষ চলচ্চিত্র পুরস্কার, অরুষা রাষ্ট্রীয় চলচ্চিত্র পুরস্কার, ইটিভি বাংলা চলচ্চিত্র পুরস্কার, টেলি সম্মান পুরস্কার সহ আরো বহু পুরস্কারে ভূষিত হয়েছেন অভিনেত্রী। কিছুদিন আগেই অভিনেত্রীর পিতৃ বিয়োগ ঘটে। যার কারণে কিছু দিনের জন্য বিরতি নেন দিদি নাম্বার ওয়ান এর সঞ্চালিকা স্থান থেকে। তবে নিজেকে সামলে আবার স্বমহিমায় ফেরেন সঞ্চালিকা। দেখলেন তো কিভাবে ঝুমঝুম থেকে দিদি নম্বর ১ হয়ে উঠলেন রচনা।

Related Articles

Back to top button