‘ইস্মার্ট জোড়ি’র মঞ্চে হাজির অভিনেত্রী সোনালি ও তার স্বামী রজত ঘোষ দস্তিদার, একেবার বৌভাতের সাজে সেজে উঠলেন অভিনেত্রী!

বাংলা রিয়েলিটি শো এর মধ্যে সম্প্রতি শুরু হওয়া ‘ইস্মার্ট জোড়ি’ নামক স্টার জলসার শোটি দর্শকের বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। টেলি থেকে টলি অভিনেত্রী – অভিনেতা দের স্বামী স্ত্রীর যুগলবন্দি সাথে থাকে নানা মিষ্টি মুহূর্তের উদযাপন এই সব কিছু নিয়ে তার সাথে সাথে সবার প্রিয় জিৎ- এর সঞ্চালনায় মন জয় করে নিয়েছে সকল দর্শকের। টিআরপি এর হিসেবে বেশ ওপরের সারিতে জায়গা করে নিতে সক্ষম হয়েছে।
কিছুদিন আগে ওই শো তে স্ত্রী কে নিয়ে হাজির হয়েছিলেন সবার প্রিয় ‘বাদাম কাকু।’ এবার মঞ্চে এলেন অত্যন্ত জনপ্রিয় টলি অভিনেত্রী সোনালি চৌধুরী ও তাঁর স্বামী রজত ঘোষ দস্তিদার, যিনি একজন পূর্বে মাঠ কাঁপানো ফুটবলার ছিলেন ,তবে বর্তমানে ফুটবলের মাঠে ধারাভাষ্যকার হিসেবে কাজ করে থাকেন। এই জুটির আগমনে মঞ্চ একেবারে জমে গেলো।
সবথেকে আকর্ষনীয় বিষয় ছিল, ‘ইস্মার্ট জোড়ি’ র মঞ্চে সঞ্চালনার দায়িত্বে থাকা জিৎ প্রত্যেক জুড়িকে একেবারে বিয়ের সাজে তৈরি করিয়ে বিয়ের সমস্ত অনুষ্ঠান মঞ্চে পালন করে দিচ্ছেন। সোনালী রজতের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলোনা।
লাল বেনারসিতে সেজেছিলেন অভিনেত্রী , তারসাথে মানানসই বিয়ের সাজ এবং অন্যদিকে রজত কনের সাথে একেবারে ম্যাচ করে লাল রংয়ের পাঞ্জাবিতে সেজেছিলেন। দুজনকে যেনো মঞ্চে একদম নতুন বর – কনের মতোই লাগছিল। মঞ্চে বিয়ের অনুষ্ঠান শেষের পর সোনালি জিৎ এর কাছে আক্ষেপের সুরে বলেছিলেন, তাঁদের বিয়েতে বৌভাতের অনুষ্ঠানটি ছিলনা, ফলত রজতের আর সোনালি কে বৌভাতের সাজে দেখা হয়ে ওঠেনি।
এই কথা শুনে মঞ্চে ফের জিৎ বৌভাতের সাজের সমস্ত ব্যবস্থা এক নিমেষে করে ফেলেছিলেন। যেখানে সোনালির পছন্দের বৌভাতের সাজ ফুলের সাজ ছিল। রজত নিজে হাতে সোনালিকে ফুলের সমস্ত সাজ দিয়ে সাজিয়ে তুলেছিলেন।
এরপরের মুহূর্তটা ভীষণ আবেগঘন মুহূর্তে পরিণত হয়েছিল। যেখানে রজত বৌভাতের দিন যে আংটি সোনালি কে পরিয়ে দিতে পারেনি ওইদিন সারা বাংলার মানুষের সামনে সামনে হাঁটু মুড়ে বসে পরিয়ে দিয়ে, ভালোবাসা স্বরূপ কপালে চুম্বন করেছিলেন। তারপর ওই জুড়ি একে অপরকে জড়িয়ে ধরে এক ভালোবাসার জগতে যেনো ভেসে গিয়েছিলেন। এমন একটি অত্যন্ত মূল্যবান ভালোবাসার মুহূর্ত ওই মঞ্চে সারা বাংলার মানুষের কাছে এইদিন ধরা পড়েছিল।