আদৃতের জন্মদিনেই মিঠাই সিদ্ধার্থের মন কষাকষি প্রকাশ্যে, সৌমিতৃষা শুভেচ্ছাও জানান নি আদৃত কে!

মিঠাই ধারাবাহিকে সম্প্রতি যে ট্র্যাক চলছে সেখানে দেখা যাচ্ছে যে, মিঠাইয়ের দেওর সিরিয়াল দাদা এবং ওমি আগরওয়ালের বোন পিঙ্কির বিয়ে হয়ে গিয়েছে। বিয়ের পর মিঠাই পিঙ্কির কাছে শুয়েছে, অন্যদিকে স্যান্ডি অর্থাৎ সিরিয়াল দাদা রিকি বেশী সিদ্ধার্থের কাছে শুয়েছে। মিঠাই পিঙ্কিকে বাংলা গান গেয়ে শোনাচ্ছে,“ আজ দুজনে মন্দ হলে মন্দ কি?” যে গান শুনে সিড বুঝতে পারে মিঠাই ও তাকে মিস করছে। অন্যদিকে মিঠাই ভাবছে, যেহেতু সিদ্ধার্থ রিকি দ্য রকস্টারের ছদ্মবেশ নিয়েছে সেই কারণে নিজের স্বামী হলেও তার সাথে সে দেখা করতে পারছে না, লুকিয়ে-চুরিয়ে দেখা করতে হচ্ছে।- যদিও সাম্প্রতিককালের প্রোমো বলছে সিদ্ধার্থ কে এইভাবে আর বেশিদিন লুকোচুরি করতে হবে না, কারণ যে কারণে সিদ্ধার্থের এই ছদ্মবেশ সেই অপরাধীরা ধরা পড়বে খুব শীঘ্রই। ধারাবাহিক যখন জমজমাট ভাবে চলছে তখন জানা যাচ্ছে যে মিঠাই চরিত্রাভিনেত্রী সৌমিতৃষা ও সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায়ের মধ্যে বাস্তবে বিরাট দূরত্বের সৃষ্টি হয়েছে।
রিল লাইফে তাদের রসায়ন যতটা জমজমাট, রিয়েল লাইফে ঠিক ততটাই দূরত্ব তৈরি হয়েছে সৌমিতৃষা ও আদৃতের মধ্যে। দুজনের সম্পর্ক এতটাই খারাপ হয়েছে যে দুজনের মধ্যে নাকি কথা বলাও বন্ধ বলে শোনা যাচ্ছে। এখানেই শেষ নয় একে অপরকে যথাসম্ভব এড়িয়ে যাচ্ছেন বলেও শোনা যাচ্ছে। কো- স্টার কৌশাম্বির সাথে আদৃতের ঘনিষ্ঠতা তৈরি হওয়ার কারণেই নাকি পরিস্থিতি এই দিকে মোড় নিয়েছে বলে শোনা যাচ্ছে।
গত বুধবার আদৃতের ৩০ তম জন্মদিন উপলক্ষে ভারত লক্ষ্মী স্টুডিওতে হাজির হয়েছিলেন আদৃতের ফ্যান ফলোয়াররা। এই দিন ফ্যানেদের আনা পায়েস ও পূজোর প্রসাদ খেয়ে দিন শুরু হয় আদৃতের। আশ্চর্যের ব্যাপার হলো, আদৃতের জন্মদিনে মিঠাই পরিবারের সদস্যরা ইনস্টাগ্রাম, ফেসবুকে সিদ্ধার্থকে শুভেচ্ছা জানালেও সেই তালিকায় যুক্ত হয়নি সৌমিতৃষার নাম। আদৃতকে সোশ্যাল মিডিয়ায় কোনভাবেই শুভেচ্ছা জানাননি তিনি যদিও ইনস্টাগ্রামে তিনি সক্রিয় ছিলেন।
প্রসঙ্গত, ব্যক্তিগতভাবে এইদিন মিঠাই সিডকে শুভেচ্ছা জানিয়েছেন কিনা সেই খবর জানা যায় নি, তবে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানানোর পরিবর্তে এই দিন তিনটি স্টোরি পোস্ট করেন মিঠাই খ্যাত সৌমিতৃষা, যে স্টোরি গুলিতে কোন মানুষের ব্রেকআপের যন্ত্রনার কথা তুলে ধরা হয়েছে। – এই পোস্ট যথেষ্ট ইঙ্গিতবাচক বলেই মনে করছেন নেটাগরিকদের একাংশ। তারা প্রশ্ন তুলতে শুরু করেছেন সৌমিতৃষার এই একতরফা ভালোবাসা আসলে কার জন্য?
আবার এইদিন মিঠাই ফ্যান পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় জন্মদিনের দিন সকলকে কেক কেটে খাওয়াচ্ছেন আদৃত কিন্তু শুরুর দিকে একেবারেই মিঠাইকে ইগনোর করছেন তিনি। সৌমিতৃষাকেও এই ভিডিওতে মন খারাপ করা মুখ নিয়ে দেখতে পাওয়া যায়। ভিডিওতে দেখা যায় পরবর্তীকালে ঠাম্মির কথাই সৌমিতৃষার মুখে চকলেটের টুকরো তুলে দিলেও পাল্টা মিষ্টিমুখ করাননি সৌমিতৃষা।
এই ভিডিওটিকে কেন্দ্র করে মিঠাই ও আদৃত ফ্যানরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছেন কেউ বলেছেন মিঠাই প্রকাশ্যে শুভেচ্ছা না জানিয়ে অন্যায় করেছেন কেউ আবার বলেছেন আদৃত অন্যায় করেছেন মিঠাইকে প্রথমে কেক না খাইয়ে। অনেকে আবার বলছেন, বন্ধুদের মধ্যে এরকম মান অভিমান চলতেই পারে। মিঠাই অনুরাগীরা আবার চিন্তা করছেন যে, এর প্রভাব আবার টি আর পি তে পড়বে না তো?