‘কে পেছন থেকে আঘাত করেছে সব মনে রাখি’! ‘মিঠাই’ অভিনেত্রী সৌমিতৃষার ক্যাপশন ঘিরে চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়

এই মুহূর্তে টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বললেই উঠে আসে তার নাম। কারণ তার অভিনীত মিঠাই ধারাবাহিকটি অতি অল্প দিনের মধ্যে বাংলা সেরা হয়ে উঠতে সক্ষম হয়েছিল। পাশাপাশি ছোট পর্দায় তার অভিনয় এখন মন জয় করে নিতে সক্ষম হয়েছে দর্শকদের। যে কারণে সোশ্যাল মিডিয়াতেও দারুণ জনপ্রিয়তা লাভ করতে সক্ষম হয়েছেন মিঠাই ধারাবাহিক খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু।
তবে এবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হইচই ফেলে দিলেন অভিনেত্রী তার পোস্ট করা একটি ফটো ক্যাপশন এর মাধ্যমে। প্রসঙ্গত সোশ্যাল মিডিয়ার দৌলতে অনুগামীদের অনেকেই জানেন ক্যামেরার সামনে অসাধারণ রসায়ন প্রকাশ করলেও মিঠাই ধারাবাহিকের মুখ্য অভিনেতা আদৃত রায়ের সঙ্গে মোটেও সুসম্পর্ক নেই ছোট পর্দার মিঠাইয়ের। পাশাপাশি ধারাবাহিকের আরও একাধিক কলাকুশলির সঙ্গেও অভিনেত্রীকে দেখতে পাওয়া যায় না, এমন খবর পেয়েছেন অনুগামীরা।
তবে এবার ক্যাপশন এর মাধ্যমে অভিনেত্রী জানালেন তিনি নিজের জিনিস যেমন সামনে রাখতে জানেন, তেমনি কে তাকে পেছন থেকে আঘাত করছে তাদের তিনি মনে রাখেন। বলাই বাহুল্য তার ক্যাপশন দেখে অনুগামীরা পাল্টা প্রশ্ন ছুঁড়েছেন যে প্রিয় অভিনেত্রীকে কে পেছন থেকে ছুরি মারার চেষ্টা করেছে। তবে গোটা বিষয়টি নিয়ে আর কোন মন্তব্য করতে দেখা যায়নি টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে।
View this post on Instagram