‘নজর কে সামনে, যিগর কে পাস…’ গান গেয়ে মঞ্চ মাতালেন বাংলার দাদা, স্ক্রিনে ভেসে উঠলো ডোনা বৌদির ছবি, করতালি মঞ্চ জুড়ে!

জি বাংলার একটি জনপ্রিয় শো’ দাদাগিরি ‘ যেখানে একেবারে খোশমেজাজে দেখা যায় বাংলার দাদা অর্থাৎ সৌরভ গাঙ্গুলিকে। দাদাগিরির মঞ্চে সঞ্চালকের ভূমিকায় একেবারে ভিন্ন মাত্রায় পৌঁছে দিতে পারেন তিনি। কখনও কখনও প্রতিযোগীদের সাথে মেতে ওঠেন আড্ডায়, গল্প, কখনও আবার নাচের সাথে পা মেলান তবে এবার একেবারে আলাদা কিছু করে মঞ্চ জমিয়ে দিলেন দাদা। গত রবিবার দাদাগিরির মঞ্চ একেবারে কাঁপিয়ে দিয়েছেন দাদা। তবে নেচে নয় এবার গান করে। মঞ্চে হাজির ছিলেন, সন্দীপ্তা, দেবাদৃতা, শ্রীতমা টেলি নায়িকারা তাঁদের সাথে গানে একেবারে মাতিয়ে তুলেছেন।
দাদাগিরির মঞ্চ সেদিন জমে উঠেছিল অনুপম ও ঈশান দের গানের মাধ্যমে। মঞ্চে প্রথম অনুপম , “আমাকে আমার মতো থাকতে দাও, ” গান গেয়ে শেষমেশ আবদার করেই বসেন যে দাদাগিরির মঞ্চে একটা অন্তক্ষরী রাউন্ড যদি হয় কেমন হয়। তবে দাদা কিন্তু এই শুনে বেশ উচ্ছ্বসিত হয়েই সম্মতি জানিয়েছিলেন। শুনেই তিনি বলে উঠলেন, এর আগে দাদাগিরির মঞ্চে এমন কখনও ঘটেনি,এই প্রথম হতে চলেছে। একেবারে সব প্রতিযোগীদের সাথে কোমর বেঁধে দাদাও নেমে পড়লেন অন্তক্ষরী খেলতে প্রথমবার।
সৌরভের প্রথমের পড়েছিল,’ ন ‘ দিয়ে গান করার পালা সেখানে দাদা গেয়ে ওঠেন, ‘নজর কে সামনে, যিগর কে পাস…’, দাদার গলায় এত রোমান্টিক গান হবে আর ডোনা বৌদির প্রসঙ্গ আসবে না সে কি হয় নাকি। গান করার সাথে সাথে ডোনা বৌদির ছবি মঞ্চে স্ক্রিনে ভেসে ওঠে। সারা মঞ্চ জুড়ে হাততালিতে একেবারে ভরে ওঠে।দাদার গলায় গান এই প্রথম সমস্ত ভক্তরা শুনে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন। ভক্তদের আনন্দ যেনো ধরে না। ওই দিন মঞ্চে,‘নয়ন ও সরসী কেন ভরেছে জলে’র মতো বাংলা করে মঞ্চে শুনিয়েছিলেন দাদা।
মজার বিষয় হলো , ভক্তরা নানা জন নানা মন্তব্য করেছেন দাদার গলায় গান শুনে। কেউ বলছেন, দাদা নিশ্চয়ই ডোনা বৌদিকে মিস করছেন। আবার কেউ বলেছেন, দারুন হয়েছে গান। মোট কথা এইদিন দাদার মুখে গান শুনে ভক্তরা বেজায় খুশি। দাদা প্রথম দাদাগিরির মঞ্চে গান করে শোনালেন।তবে শেষ পর্যন্ত প্রতিযোগিতায় দাদার আর জেতা হয়নি অনুপম জিতে গিয়েছিলেন প্রতিযোগিতা।
View this post on Instagram