সৌরভের ইয়ুথেনস ধরে রাখার পিছনে আছে সবুজ উচ্ছের রস সহ তেতো ডায়েট! যা শুনে চক্ষু চড়কগাছ হয়ে গেলো সকলের!

সিরিয়ালের কুটকাচালি ও নিত্যদিনের কিচেন পলিটিক্স দেখতে দেখতে বিরক্ত দর্শকরা বিভিন্ন রিয়েলিটি-শো গেম শোয়ের দিকে ঝুঁকে জান। এইরকমই একটি গেম শো হলো দাদাগিরি। সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত এই শো রীতিমতো জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। বর্তমানে দাদাগিরির ৯ নম্বরের সিজনের গ্র্যান্ড ফিনালের শ্যুটিং ইতিমধ্যেই হয়ে গেছে। আগামী ৫ জুন এই দৃশ্য টিভির পর্দায় দেখানো হবে।
তবে এই গেম শোয়ের শেষ কয়েক দিনের পর্ব বেশ জমজমাট হতে চলেছে তা বোঝাই যাচ্ছে। সম্প্রতি এই গেম শো এর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, দাদাগীরির মঞ্চে হাজির হয়েছেন মিঠাই পরিবারের সদস্য অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়। দাদার মঞ্চে তিনি সৌরভ কে বলেন, “তোমাকে বরাবরই দেখি, সেই একই রকমের হ্যান্ডসাম, এত সুন্দর লাগে যে সব ভুলে যাই।”
এরপর অর্পিতার কাছে প্রশ্ন করেন সৌরভ, “আমি তোমার কাছ থেকে ডায়েটটা জানতে এলাম।” হাসিমুখে দাদা বললেন,সবুজ উচ্ছের রস দিয়ে তার দিন শুরু হয়। এর পাশাপাশি সারাদিনের খাদ্য তালিকা থেকে সব ধরনের মিষ্টি জিনিস, চকলেট, মটন বাদ দিয়ে ফেলেছেন তিনি।
তার এই ডায়েট চার্ট শুনে সকলের চক্ষু চড়কগাছ হয়ে গেছে। আসলে গত বছর শুরুর দিকে সৌরভের হৃদযন্ত্রের আর্টারিতে তিনটি ব্লকেজ ধরা পড়ে। এই পর থেকে নিজের খাওয়া-দাওয়ার ব্যাপারে সচেতন হয়ে ওঠেন সৌরভ। সৌরভের এই তেতো ডায়েটের কথা শুনে অর্পিতা বলেন, “ওই জন্যই হাসিটা এত মিষ্টি।” সৌরভ গাঙ্গুলী এর উত্তরে বলেন,“হাসিটার জন্য তো আর ডায়েট লাগে না, ওটার জন্য দাঁত লাগে।” এই এপিসোডটি চলতি সপ্তাহেই সম্প্রচারিত হবে।
প্রসঙ্গত উল্লেখ্য,দাদাগিরির গ্র্যান্ড ফিনালের এপিসোডটি রীতিমতো জমজমাট হবে। এই এপিসোডে বলিউডের সিংহম অর্থাৎ অজয় দেবগন উপস্থিত থাকবেন তার স্ত্রী কাজল সমেত। এছাড়া এই এপিসোডে আয় খুকু আয় ছবির নির্মল মন্ডল অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও নির্মল মন্ডল এর খুকি অর্থাৎ দিতিপ্রিয়া রায় উপস্থিত থাকবেন। প্রতিযোগিদের খেলার ক্ষেত্রে সহযোগিতা করতে দেখা যাবে প্রসেনজিৎকে। এছাড়াও নাচে-গানে এই এপিসোড মাতিয়ে রাখতে আসবেন জনপ্রিয় গায়ক গায়িকারা। দাদাগিরির অন্তিম পর্ব সৌরভের স্ত্রী ডোনা গাঙ্গুলীও আসবেন এবং এই এপিসোডে সৌরভ ডোনা একসাথে নাচবেন দাদার মঞ্চে।
এছাড়াও গ্র্যান্ড ফিনালেতে উপস্থিত থাকবেন রূপম, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো, মনোময় ভট্টাচার্য গান গাওয়ার জন্য দাদার মঞ্চে এসেছিলেন।
View this post on Instagram