পিঙ্কির এন্ট্রি আর শ্রীতমার বিদায়!শ্রীকে আর দেখা যাবে না মিঠাইতে মূল ট্র্যাক থেকে সরে যাচ্ছে মিঠাইয়ের গল্প!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম ধারাবাহিক হলো মিঠাই। একসময়ের বঙ্গ সেরা এই ধারাবাহিক বিগত কিছুদিন ধরে সেরার সিংহাসন হারালেও জনপ্রিয়তার নিরিখে এখনো জি বাংলার অন্যতম ধারাবাহিক মিঠাই। তুফান মেল আর উচ্ছে বাবুর রসায়ন আজও দর্শক-মনে সমানভাবে হিট। তবে সম্প্রতি মিঠাই অনুরাগীদের জন্য একটি দুঃসংবাদ আছে। মিঠাই ধারাবাহিকে আর দেখা যাবে না শ্রীতমাকে। সিদ্ধার্থের বোন অর্থাৎ মিঠাইয়ের ননদ হলো শ্রীতমা। এই চরিত্রটি করছেন অভিনেত্রী দিয়া মুখার্জি। অত্যন্ত মিষ্টি এই চরিত্রটিকে আর দেখা যাবে না বলে দর্শকদের মন খারাপ।
আরও পড়ুন: বিকিনি পরতে গেলে ভালো ফিগারও থাকতে হয়! সমুদ্র বিচে বিকিনি পরে কটাক্ষের শিকার মিশমি!
বর্তমানে ধারাবাহিকে নতুন একটি চরিত্র এন্ট্রি নিয়েছে, সে হলো ওমি আগরওয়ালের বোন পিঙ্কি। ধারাবাহিকের নতুন ট্র্যাক অনুযায়ী দেখানো হচ্ছে যে, স্যান্ডি আর পিঙ্কির প্রেম। একে অন্যের প্রেমে হাবুডুবু খাচ্ছে স্যান্ডি আর পিঙ্কি। অন্যদিকে সিদ্ধার্থরা ওমির চিরশত্রু, ব্যাবসায়িক প্রতিদ্বন্দিতা লেগে থাকে দুই বাড়ির মধ্যে, শত্রু বাড়িতে বোনের বিয়ে দেবে না বলে জানিয়ে দিয়েছে ওমি, এমনকি বোনের অন্য জায়গায় বিয়ে ও ঠিক করেছে সে।
অন্যদিকে প্রেমে অন্ধ পিঙ্কি আর স্যান্ডি বলেছে, তারা একে অন্যকে না পেলে বিষ পান করবে! তাই দুজন ভালোবাসার প্রেমিক প্রেমিকাকে মেলাতে পরিকল্পনা করেছে হল্লা পার্টি। ওমির বাড়ি থেকে পিঙ্কিকে তুলে আনবার জন্য পিঙ্কির বাড়িতে হাজির হবে তারা। পিঙ্কির মেহেন্দি অনুষ্ঠানে অবাঙালি মহিলাদের সাজে হাজির হয়েছে নন্দা, নীপাও মিঠাই।
আরও পড়ুন: নন্দনে শো না পেয়েও ইতিহাস তৈরি করলো অপরাজিত! কেজিএফ চ্যাপ্টার ২ কে হারিয়ে কামাল করে দিলেন জিতু
আসল মেহেন্দির লোকেদের আটকানোর দায়িত্ব পড়েছে শ্রীতমা আর রাতুলের কাঁধে। তবে এতদুর পর্যন্ত দেখা যাবে শ্রীতমাকে। এরপর মিঠাইতে আর শ্রীতমাকে দেখা যাবে না বলেই খবর। তবে মিঠাই অনুরাগীদের হতাশ হওয়ার কোন কারণ নেই। শ্রীতমা একেবারেই মিঠাই থেকে বিদায় নিচ্ছেন না, এটি তার সাময়িক বিরতি। আসলে সামনেই তার পরীক্ষা, সেই কারণে সাময়িক কিছুদিন ধারাবাহিক থেকে ছুটি নিয়ে পড়াশোনায় মন দিতে চায় সে। তাই কিছু দিন তাকে দেখা যাবেনা। তার পরীক্ষা শেষ হলে আবার পুনরায় সে মিঠাই তে ফিরে আসবে।
সম্প্রতি ধারাবাহিকের ট্র্যাক নিয়েও দর্শকরা খুশি নন। আসলে কিছুদিন আগে দেখানো হয়েছে যে কিছু অসাধু ব্যবসায়ীদের ধরবার জন্য সিদ্ধার্থ মরার ভান করে রিকি দ্য রকস্টার রূপে ফিরে এসেছে। কিন্তু যে কারণে এই ছদ্মবেশ নেওয়া হয়েছে সেই কারণে অর্থাৎ অসাধু ব্যবসায়ীদের ধরার জন্য কোনরকম তদন্ত হচ্ছে না, উল্টে মূল গল্প থেকে সরে যাচ্ছে ধারাবাহিক। যে ধারাবাহিকে একসময় দ্রুততার সাথে একটার পর একটা ট্র্যাক পরিবর্তন হতো, সেখানে এখন মূল গল্পের মধ্যে স্যান্ডির লাভ স্টোরির ট্র্যাক ঢুকিয়ে দেওয়ার কারণেই ধারাবাহিকের টিআরপি কমছে বলে দাবি করছেন দর্শকদের একাংশ।