শ্রীদেবী কন্যা জাহ্নবী দাদাগিরির মঞ্চে এসে বাংলায় কথা বললেন! বাংলায় দাদাকে বললেন ‘তাড়াতাড়ি করো’

সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত দাদাগিরি মানেই নতুন নতুন চমক আর এই সিজনের প্রথম থেকেই একটার পর একটা ধামাকা এপিসোড হচ্ছে। অন্যান্য ৮ টি সিজনের তুলনায় এই সিজনটা পুরো ধামাকাদার, অন্যান্য সিজনে সাধারণ মানুষরাই বেশি দাদার মঞ্চে আসেন, কয়েকটি এপিসোডে তারকাদের ভিড় দেখা যায়। এইবার সিজন ৯ শুরু থেকেই শুধু তারকাদের ভিড় লেগে রয়েছে দাদাগীরির মঞ্চে। কখনো যশ-নুসরত থেকে জয় সরকার লোপামুদ্রা মিত্র, কখনো বা দেবের কিশমিশের পুরো টিম এসে হাজির হয়েছেন দাদার মঞ্চে। এইবার দাদার মঞ্চে হাজির হলেন বলি তারকা!
আরও পড়ুন: সমুদ্র তটে চাবুক ফিগারে উষ্ণতা ছড়াচ্ছেন সদ্য মা হওয়া নুসরত! যশ গৃহিণীর এমন লুক দেখে মুগ্ধ সকলে
দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ এ এইবার হাজির হবেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কপূর। দাদাগীরির মঞ্চে হাজির হওয়ার পর, দাদা বললেন, এই স্টেজে জাহ্নবীর বাবা বনি কপূর ও তার মা জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবী এখানে উপস্থিত হয়েছিলেন, এইবার তাদের মেয়ে জাহ্নবী এলেন, পুরো বৃত্তটা এইবার সম্পন্ন হল। ভিডিওতে দেখা যায় দাদা জাহ্নবীকে বলেছেন,“ তুমি বাংলা বুঝতে পারো?” তখন জাহ্নবী বললেন,“ আমি শুধু একটা লাইন ই বুঝতে পারি,তড়াতড়ি কারো” দাদা তখন জাহ্নবীকে হাসতে হাসতে বলেন, “এই লাইনটা সবাই বুঝতে পারে”
এই ভিডিওতে দেখা যাচ্ছিল যে, জাহ্নবী সবুজ রঙের একটি কাপড় পরে দাদাগীরির মঞ্চে এসেছিলেন, তার সাথে মানানসই স্লিভলেস ব্লাউজ। ড্রেসের সাথে ম্যাচিং করে জুয়েলারি পরেছিলেন জাহ্নবী আর তার চুল ছিলো খোলা। দাদাগীরির মঞ্চে দাদার সাথে জাহ্নবীকে একসাথে নাচতেও দেখা যায়। জাহ্নবী অভিনীত ধড়ক ছবির ঝিংগট গানে নাচ করেন সৌরভ জাহ্নবী। এই স্পেশাল এপিসোড টি আগামী ১৫ ই মে রবিবার রাত সাড়ে নটায় জি বাংলায় দেখানো হবে। বিশেষ এই এপিসোডটির প্রোমো এপিসোড দেখার পর থেকেই দর্শকরা কৌতুহলী হয়ে বসে আছেন ১৫ ই মে র জন্য, যেখানে আমাদের মহারাজ সৌরভ গাঙ্গুলীর সাথে দেখা যাবে বলিউডের শ্রীদেবীর কন্যাকে! কেমন হবে সেই এপিসোড? জানতে হলে অপেক্ষা করতে হবে!
প্রসঙ্গত উল্লেখ্য দুদিন আগে মাতৃ দিবস গেলো, সেই সময় শ্রীদেবী-কন্যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন যে মায়ের মৃত্যুর চার বছর পরেও তিনি সব সময় তার মায়ের উপস্থিতি অনুভব করেন। সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী লেখেন,“ তোমার উপস্থিতি সব সময় বুঝতে পারি তোমার ভালোবাসা নিত্য অনুভব করি।”