‘এরোপ্লেনেও আজকাল ঘটি গরম ও বিক্রি হচ্ছে?’- ‘বৌমা একঘর’ সিরিয়ালের প্রথম প্রোমো দেখে হাসির রোল দর্শকদের মধ্যে

জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক হিসেবে খ্যাত ছিল , ‘অপরাজিতা অপু’। যে সিরিয়ালে অপু চরিত্রে অভিনয়ের মাধ্যমে মন জয় করে নিয়েছিল অভিনেত্রী সুস্মিতা দে। এই সিরিয়ালটি তৈরি হয়েছিল মূলত শাশুড়ি ও বৌমার চরিত্র নিয়ে । শুরুর থেকেই দর্শকদের বেশ মনে ধরেছিল সিরিয়ালটি। প্রথমদিকে দীপু ও অপুর জুটি অন্য ধারাবাহিক গুলির সাথে জোর টক্কর চালাচ্ছিল। কিন্তু প্রথমের দিকে ধারাবাহিকের জনপ্রিয়তা থাকলেও আস্তে আস্তে সেই জনপ্রিয়তা কমতে থাকে এবং এই ধারাবাহিক টিআরপি তালিকায় নিচের দিকে নামতে শুরু করে। ফলে শেষমেশ বন্ধ করে দেওয়া হয়েছিল সিরিয়ালটি।
সিরিয়ালটি শেষ হওয়ার কিছুদিন আগেই দেখানো হয়েছিল যে শাশুড়ি বৌমাকে বাইরে চাকরি করতে দেওয়া একেবারে পছন্দ করতেন না সেই বৌমাকে পড়ে বিডিও হিসেবে দেখে শাশুড়ি খুশি হয়েছিলেন। বিডিও হয়ে শেষ পর্যন্ত শাশুড়িকে বশে নিয়ে আসতে পেরেছিল অপু। দর্শক ও বেশ ভালোবেসে ফেলেছিল এই সিরিয়ালটিকে। কিন্তু মাঝ পথে বন্ধ হয়ে যাওয়ায় অনেক দর্শক বেশ মন খারাপ করেছিলেন। কিন্তু সেই মন খারাপ বেশিদিন করে রাখার আর দরকার হবে না কারণ ইতিমধ্যেই নতুন ধারাবাহিকের প্রোমো সামনে এসেছে। যেখানে নতুন অবতারে দেখা যাবে অপুকে। তবে আগের মতই এই ধারাবাহিকেও সুস্মিতা অর্থাৎ অপু বৌমার চরিত্রে অভিনয় করতে চলেছেন তবে এখানে কাহিনী অন্যরকম। ‘বৌমা একঘর’ নামে একটি স্টার জলসার পর্দায় সিরিয়ালে অপুকে ফের দেখতে পাবে অনুরাগীরা।
চ্যানেলের পক্ষ থেকে সিরিয়ালের যে নতুন প্রোমো সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে আগের সিরিয়ালের একেবারে উল্টো অবতার এখানে দেখা যাচ্ছে। এখানে শাশুড়ি জোর করে করে বৌমাকে চাকরি করার জন্য বাইরে পাঠাচ্ছেন। তবে এখানে শাশুড়ি বৌমার মধ্যে ভাল সম্পর্ক থাকলেও লড়াই হবে জায়ে জায়ে। সেই লড়াই এর বিষয় হলো চাকরি। কার বৌমা চাকরি করতে যাবে সেই নিয়ে লড়াই। নিজেদের ছেলের বউকে জোর করে চাকরি করতে পাঠাতে চাইবে শাশুড়িরা। ধারাবাহিকের এই সিন সামনে আসতেই দর্শকদের মধ্যে সাড়া পড়ে গিয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুন: রণবীরের কাছে কনে পক্ষের দাবি ছিল ১১ কোটি টাকার! রণবীর মাত্র এক লক্ষ টাকা দিয়েই নিজের দায় সেরেছেন!
প্রথম প্রকাশিত প্রোমোতে দেখা গিয়েছে এয়ার হোস্টেস হয়ে কাঁধে ঘটিগরম নিয়ে বিক্রি করছেন এরোপ্লেনের মধ্যে। প্লেনের জানলা দিয়েই সবাইকে হাই হ্যালো করছেন আবার অভিনেত্রী। এই ভিডিও সামনে আসতেই সবাই প্রশ্ন তুলেছেন, প্লেনের মধ্যেও ঘটিগরম বিক্রি করে হয় নাকি? রীতিমতো হাসির রোল উঠেছে। তবে অপেক্ষায় রয়েছেন সবাই নতুন সিরিয়ালের জন্য।