সিরিয়াল

স্টার জলসার পর্দায় আসতে চলেছে বড়ো ধামাকা! চলতি মাসেই অনুষ্ঠিত হতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড

প্রতিদিন সন্ধ্যে হলেই যাঁরা টিভির সামনে বসে পড়েন একের পর পছন্দের বাংলা ধারাবাহিক দেখার জন্য। বাড়ির মা, কাকিমারা যাঁরা ঘরের কাজ ঝটপট এগিয়ে রাখেন তাদের প্রিয় জুটিকে দেখার আশায়, তাদের জন্য রয়েছে বিরাট সুখবর! বহুদিন যাবত ভক্তরা আশা করে বসে রয়েছেন এই সময়ের অপেক্ষায়। এবার জানতে চান আপনাদের জন্য কি ধামাকা আসতে চলেছে স্টার জলসার পর্দায়? স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হতে চলেছে চলতি মাসের শেষের দিকেই। টিভির পর্দায় এই শো দেখার জন্য বহুদিন ধরেই মুখিয়ে ছিলেন দর্শকরা।

আরও পড়ুন: ফের প্রয়াত অভিনেতা অভিষেকের স্মৃতির অন্তরালে পাড়ি, পুরোনো ছবি ফেসবুক শেয়ার করে আবেগপ্রবণ পোস্ট সংযুক্তার!

দর্শকদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যানেলের পক্ষ থেকে ইতিমধ্যেই দেখানো হয়েছে আসন্ন পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের এক ঝলক। আর সেই এক ঝলকের কিছু দৃশ্য দেখেই রীতিমতো উচ্ছাস যেনো আর ধরেনা ভক্তদের মধ্যে। স্টার জলসার পরিবার অ্যাওয়ার্ড এর মঞ্চ এবার মাতিয়ে দেবে আপনাদেরই পছন্দের সব জুটিরা। খড়ি-ঋদ্ধি, পিহু-ঋষিরাজ, মোহর – শঙ্খ, দীপা-সূর্য সবাই মঞ্চে নাচে গানে একেবারে ঝড় তুলে দেবেন। চ্যানেলে সামনে আসা নতুন প্রোমো সেই বার্তাই দিচ্ছে। পছন্দের সব জুটিরা মঞ্চ কাঁপিয়ে দেবেন।

জানা গিয়েছে, চলতি মাসের আগামী ২৪ এপ্রিল সন্ধ্যে ৬ টা থেকে এই অ্যাওয়ার্ডের শো এর অনুষ্ঠান পর্ব শুরু হবে। তবে শুধুই যে ধারাবাহিকের অভিনেতা অভিনেত্রীরা থাকছেন মঞ্চ মাতাতে এমন কিন্তু মোটেই নয়। আপনাদের সব বড়ো পর্দার পছন্দের নায়ক নায়িকারাও হাজির থাকবেন তাদের পারফরম্যান্স নিয়ে। অভিনেতা দেব থাকছেন তার দূরান্ত নাচের পারফরম্যান্স নিয়ে মঞ্চে। তার সাথে আরও থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। এককথায় বলা যায় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড মানেই টলি থেকে টেলি একেবারে চাঁদের হাট।

আরও পড়ুন: সারা মুখ ভর্তি রক্তের দাগে! পেছনে রয়েছে অশরীরীর হাত! নতুন কিসের ইঙ্গিত দিতে চাইছেন অভিনেত্রী?

এ তো গেল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কারা, পারফরম্যান্স নিয়ে আলোচনা কিন্তু আসল ব্যাপার তো বাকি। কার কার হাতে উঠবে এইদিন সেরার পুরস্কার এই নিয়েই জল্পনা শুরু হয়েছে দর্শকদের মধ্যে। তবে কিছু তথ্য এই সম্পর্কে সামনেও এসেছে। অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং রূপাঞ্জনা মিত্ররা নিজেদের পুরস্কার প্রাপ্তি নিয়ে আগেভাগেই কিছুটা ফাঁস করেছেন। সেরা খলনায়কের পুরস্কার জিতে নেবেন ‘গাঁটছড়া’ ধারাবাহিকের জন্য রাহুল, প্রিয় মা হয়েছেন রূপাঞ্জনা, প্রিয় ছেলে ও মেয়ের পুরস্কার যাচ্ছে ঋদ্ধিমান ও খড়ি র হাতে। অন্যদিকে সেরা জুটির পুরস্কার যাচ্ছে শঙ্খ-মোহরের কাছে।

Related Articles

Back to top button