গল্পের দুনিয়া থেকে এবার টিভির পর্দায় আসছে বিক্রম-বেতাল! অভিনেতা জয়ের কাঁধে বেতাল শুভাশিস মুখোপাধ্যায়কে দেখতে উদগ্রীব অনুগামীরা

ছোটবেলায় বিক্রম বেতালের গল্প পড়ে মুগ্ধ হননি এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। তবে দীর্ঘদিন ধরে ছোট পর্দার দর্শকরা চেয়ে আসা সত্ত্বেও কেবলমাত্র বইয়ের পাতাতেই সীমাবদ্ধ থেকে গিয়েছিল দর্শকের প্রিয় বিক্রম বেতাল। তবে অবশেষে দর্শকদের দাবি মেনে ছোট পর্দায় আসতে চলেছে বিক্রম বেতালের গল্প। যা আগামী মাসের প্রথম থেকেই দেখতে পাবেন দর্শকরা।
প্রসঙ্গত সম্প্রতি স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষের তরফে ভাগ করে নেওয়া হয় একটি প্রোমো, যেখানে বিক্রম এবং বেতালের চরিত্রে যথাক্রমে দেখতে পাওয়া গিয়েছে অভিনেতা জয় মুখোপাধ্যায় এবং অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে। প্রসঙ্গত এই ধারাবাহিকের মাধ্যমে দীর্ঘদিন পরে ছোট পর্দায় ফিরে আসেন অভিনেতা জয় মুখোপাধ্যায়। পাশাপাশি খেলাঘর ধারাবাহিকে অভিনয়ের সঙ্গে এই ধারাবাহিকের অন্যতম মুখ্য ভূমিকায় দেখতে পাওয়া যাবে টলিউড অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়কে।
দর্শকরা বলাই বাহুল্য যাকে মূলত হাসির চরিত্রে মজাদার অভিনয় করতে দেখতে পান সেই অভিনেতা শুভাশিস চট্টোপাধ্যায়কে এবার গুরুগম্ভীর চরিত্রে দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন দর্শকরা। পাশাপাশি ইতিমধ্যেই স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন অনুগামীরা কমেন্টের মাধ্যমে বিক্রম এবং বেতালকে ছোট পর্দায় তুলে আনার জন্য। পাশাপাশি কমেন্টের মাধ্যমে গোটা ধারাবাহিকটি দেখার জন্য তারা যে অপেক্ষা করছেন, সে কথাও জানিয়েছেন অনুগামীরা।