সিরিয়াল

জমে উঠেছে স্টার জলসার নাচের রিয়ালিটি টি শো ‘ডান্স ডান্স সিজন ৩’, শনি এবং রবিবার দেখা যাবে জমজমাট পর্ব

বর্তমান প্রজন্মের প্রতিভা ফুটি তোলার জন্য মুখ্য উপায় হলো বিভিন্ন চ্যানেলের রিয়েলিটি শো তে অংশগ্রহণ করা। যাতে তাদের প্রতিভা হাজার হাজার দর্শকের সামনে আসে। তাদের সেই প্রতিভা ফুটিয়ে তোলার সুযোগ রয়েছে এই রিয়ালিটি শো গুলির মাধ্যমে। যেমন আমাদের বাংলার বুকের দুই জনপ্রিয় গায়ক গায়িকা অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল এই রিয়ালিটি শো গুলির হাত ধরেই উঠে এসেছিল। আর আজ তারা সারা ভারতবর্ষের মানুষের কাছেই জনপ্রিয়। তাদের গান প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় সব সময়। আর এই রিয়েলটি শোগুলো থেকেই হামেশাই বিভিন্ন ধরনের প্রতিভা গুলোই উঠে আসে বারবার। সেরকমই বাংলার নাচের জনপ্রিয় একটি রিয়েলিটি শো হল স্টার জলসার ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’।

 কয়েক সপ্তাহ হল এই রিয়েলিটি শো স্টার জলসার পর্দা শুরু হয়েছে। এই শো এর গত দুই সিজন এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে দর্শক আবারও চাইছিল এই শো নতুন করে টেলিভিশনের পর্দায় শুরু হোক। তাই মাত্র কয়েক সপ্তাহ আগেই এই শো হয়েছে। আর শো এর বিচারকের আসনে রয়েছেন দেব, রুক্মিণী, মনামী ঘোষ এবং পাশাপাশি ক্যাপ্টেনের আসনের দেখা যাচ্ছে ধারাবাহিকের বিভিন্ন কলা কুশলীদের। যেমন অভিনেত্রী তৃনা সাহা, দীপান্বিতা রক্ষিত এবং অভিষেক বসু রয়েছে ক্যাপ্টেনের আসনে। এছাড়াও ধারাবাহিকে সঞ্চালকের ভূমিকা দেখা যাচ্ছে অভিনেতা রোহন ভট্টাচার্যকে। যাকে আমরা এতদিন জি বাংলার অপরাজিতা অপু ধারাবাহিকের দিপু চরিত্রে অভিনয় করতে দেখে এসেছি। এছাড়াও রয়েছে দুই খুদে অ্যাঙ্কার।

 এর মধ্যে থেকে চ্যানেলের পক্ষ থেকে আগামী পর্বের এক ঝলক দেখা যায়। সেখানেই দেখা যায় যে প্রতিযোগীরা এই দিন বেলি ডান্স, লোকনৃত্য, বলিউডের গানের তালে দুর্দান্ত নাচ ফুটিয়ে তুলবে মঞ্চে। আর তাই দেখে বিচারকরা স্তম্ভিত। প্রত্যেকেই মুগ্ধ হয়ে যাবে প্রতিযোগীদের অসাধারণ নাচ দেখে। আগামী ২৭শে আগস্ট এবং ২৮শে আগস্ট অর্থাৎ শনি ও রবিবার স্টার জলসার পর্দায় দেখা যাবে এই জমজমাট পর্ব।

Related Articles

Back to top button