মাত্র তিনমাসের মাথাতেই শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার ধারাবাহিক ‘বৌমা একঘর’, নিজের দ্বিতীয় ধারাবাহিকে দর্শকদের মন জয় করতে পারলো না সুস্মিতা

বর্তমানে টেলিভিশনের ছোটপর্দায় খুব পরিচিত মুখ হলো অভিনেত্রী সুস্মিতা দে। মডেলিং দিয়ে শুরু তার কর্মজীবন। এরপর জি বাংলার অপরাজিত অপু ধারাবাহিকের হাত ধরে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেছিলেন। সেই ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। এরপর জি বাংলার ধারাবাহিকটি শেষ হতে না হতেই স্টার জলসার ধারাবাহিকে কাজ করার সুযোগ পান। কয়েক মাস আগে শুরু হওয়া ধারাবাহিক বৌমা একঘর এ কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে সুস্মিতা কে। তবে শোনা যাচ্ছে অভিনেত্রীর দ্বিতীয় ধারাবাহিক নাকি বন্ধের মুখে। তিনমাস যেতে না যেতেই শেষ হতে চলেছে বৌমা একঘর।
বেশকিছুদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল যে খুব শীঘ্রই বন্ধ হচ্ছে এই ধারাবাহিক। রবিবার দিন সব জল্পনা কে সত্যি করে শেষ শুটিং হলো বৌমা একঘরের। নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে শেষদিনের শুটিং এর কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন সুস্মিতা। ‘ইতনিসি খুশি ইতনিসি হাসি’ গানের তালে নাচছে ‘বৌমা একঘর’-এর টিম ধরা দিল। তবে এই হাসির পিছনে লুকিয়ে রয়েছে অনেকটা কষ্ট। আসলে এত তাড়াতড়ি সুস্মিতার দ্বিতীয় ধারাবাহিক শেষ হয়ে যাবে তা মোটেও আশা করেননি অভিনেত্রী। তাই একটু বিস্মিত তিনি।
আসলে শুরুর সময় থেকেই TRP তালিকায় একদম ভালো ফলাফল ছিল না এই ধারাবাহিকের। গত ২রা মে খুকুমণি হোম ডেলিভারি ধারাবাহিকের পরিবর্তে শুরু হয়েছিল এই ধারাবাহিক। TRP রেটিং কম দেখে ধারাবাহিকের সময় পরিবর্তন করে রাত ১০:৩০ স্লটে পাঠানো হয়। কিন্তু তাতেও কোনো লাভের লাভ হয়নি। ধারাবাহিকের সুস্মিতা ও দেবজ্যোতির জুটি একেবারেই মন জয় করে পারেনি দর্শকদের। তাই ১০০ পর্ব পূরনের আগেই বন্ধ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক।
View this post on Instagram
শোনা যাচ্ছে আগামী ৫ই আগস্ট এই ধারাবাহিক শেষ সম্প্রচার হবে টেলিভিশনের পর্দায়। এরপর সোমবার থেকে রাত ১০.৩০ স্লটে দেখা যাবে ‘গোধূলি আলাপ’। এবারে সুস্মিতার ভক্তরা অপেক্ষা করে আছেন কবে কিভাবে সুস্মিতা কে আবার দেখা যাবে।