সিরিয়াল

এক হাঁড়ি মিষ্টি নষ্ট করে নিজের হেরে যাওয়ার রাগ, অপমানের বদলা নিচ্ছে রাধিকা! খাবারের অপমান দেখে তুমুল চটে গেলেন নেটিজেনরা

স্টার জলসায় সম্প্রতি একটি নতুন ধারাবাহিক এসেছে। এই ধারাবাহিকে নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করছেন মোহর ও শ্রীময়ীর ডিঙ্কা। ধারাবাহিকের নাম এক্কাদোক্কা। সোনামণি ও সপ্তর্ষি মৌলিকের এই ধারাবাহিকে দুই পরিবারের মধ্যে চলা তিন প্রজন্মের লড়াই দেখানো হচ্ছে। সেন বাড়ি ও মজুমদার বাড়ির মধ্যে তিন প্রজন্ম ধরে একটি রেষারেষি চলছে সেই রেষারেষিকেই এগিয়ে নিয়ে যাবে দুই বাড়ির নতুন প্রজন্ম পোখরাজ সেন ও রাধিকা মজুমদার। ধারাবাহিকের প্রথম এপিসোড এই দেখা গেছে যে দুজনেই এমবিবিএসের ফাইনাল ইয়ারে পড়ছে। দুজনের মধ্যেই জোর টক্কর লেগে গিয়েছে ইতিমধ্যে।

ডাক্তারি পরীক্ষায় কে প্রথম হবে এই নিয়ে শুরু হয়েছে লড়াই। কিন্তু রেজাল্ট বেরোলে দেখা গেল যে রাধিকা হেরে গেছে পোখরাজ জিতে গেছে। পোখরাজ ডাক্তারির পরীক্ষায় প্রথম হয়েছে, সেই খুশিতে সে কলেজ শুদ্ধ সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। এই নিয়ে সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে যেখানে দেখানো হচ্ছে যে পোখরাজ রাধিকাকে ফার্স্ট হওয়ার খুশিতে মিষ্টি দিতে যায়। পোখরাজের হাত থেকে রাধিকা সেই মিষ্টির হাঁড়িটা গ্রহণও করে। কিন্তু তারপর রাগ দেখানোর জন্য এবং সে হেরে গেছে এই অপমানে মিষ্টি শুদ্ধ হাঁড়িটা ভেঙে ফেলে পোখরাজের সামনে!

এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনরা রে রে করে উঠেছেন। তারা এই দৃশ্য মেনে নিতে পারছেন না। তাদের বক্তব্য হচ্ছে অপমানের বদলা নেওয়ার জন্য অথবা নিজের হেরে যাওয়ার রাগ দেখানোর জন্য মিষ্টি ভর্তি হাঁড়ি কেন ফেলে দিতে হবে? অনেক মানুষ আছেন যারা খেতে পায় না! সেখানে শুটিংয়ের একটা দৃশ্যের জন্য মিষ্টির হাঁড়ি চোখের সামনে ফেলে নষ্ট করা হচ্ছে আর এই দৃশ্য যারা দেখছে তারাই বা কী শিক্ষা পাচ্ছে? চাইলেই খাবার নষ্ট করা যায়? তার চাইতে তো রাধিকা ওই মিষ্টির হাঁড়িটা বাইরে কোন দুঃস্থ মানুষের হাতে তুলে দিতে পারতেন! তাহলে সমাজে একটা বার্তাও যেত!

 

View this post on Instagram

 

A post shared by mithai prem (@mithailoves)

Related Articles

Back to top button