প্রিয়জনকে হারিয়ে ভেঙে পড়েছেন সুদীপা চ্যাটার্জ্জী! শোকের ছায়া অভিনেত্রীর পরিবারে, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী সুদীপা

শোক কখন কীভাবে আসবে কেউ বলতে পারে না। মানুষের জীবনটা যেন নদীর মত এই সু সময় তো পরমুহুর্তেই দুঃসময়। জামাইষষ্ঠীর পরেরদিনই দুঃসংবাদ দিলেন জি বাংলার রান্নাঘর খ্যাত সুদিপা চ্যাটার্জী। জি বাংলার রান্নাঘরের সঞ্চালিকার কাজ করেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন সুদীপা, সঞ্চালিকার পাশাপাশি তিনি চিত্রনাট্যকার এবং পরিচালক ও। ববির বন্ধুরা নামক বাংলা ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। পরিচালক প্রযোজক স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়, ছেলে আদিদেবকে নিয়ে তার সুখের সংসার। কিন্তু এই সংসারেই হঠাৎ নেমে এলো শোক!
আরও পড়ুন: শুধু জামাই কেন? বৌমা কি ফেলনা? বৌমা ষষ্ঠী আদায় করলেন তৃণা সাহা!
সম্প্রতি তিনি জানালেন যে তিনি হারিয়েছেন ভানুকে। ভানু হলো তার প্রিয় পোষ্য। বিভিন্ন সময় তাকে ঘিরে নানান রকম ছবি তিনি পোস্ট করে নিতেন সোশ্যাল মিডিয়ায় তার পেজে। এই দিন তিনি তার অনুরাগীদের সাথে শেয়ার করে নিলেন তার জীবনের সবথেকে বড় দুঃসংবাদ টি। এদিন তিনি জানালেন তার প্রিয় পোষ্য ভানু আর নেই। স্বাভাবিকভাবেই মর্মাহত অভিনেত্রী। ভানুর নাম তিনি দিয়েছিলেন ভানু ভূষণ চ্যাটার্জী। এমনকি ভানুভূষণ চ্যাটার্জির নামে তার ছবি দিয়ে একটি ফেসবুক পেজ ও ক্রিয়েট করেছিলেন সুদীপা। সেখানে ভানুর নানা বিধ কীর্তিকলাপ পোস্ট করতেন তিনি। কিন্তু সেই ভানু আর নেই।
এই দিন সোশ্যাল মিডিয়ায় ভানুর সাথে তার একটি হাসিখুশি ছবি শেয়ার করে তিনি লিখেন, “Bhanu you shall always be a part of me. we will meet again beyond The rainbow bridge. Mumma loves you most.” এরপর এই লেখাটি তিনি ট্যাগ করে দেন ফেসবুকের Bhanubhushan Chatterjee-র পেজের সাথে। পোষ্য মানে এমনিতেই খুব আদরের হয়, আর তারা এতটাই প্রভুভক্ত হয় যে তাদের মৃত্যুশোক মেনে নেওয়া সত্যিই খুব কষ্টের। সুদিপা চ্যাটার্জী ও এখন সেই কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছেন। সেটা বুঝতে পেরে তার অনুরাগীরা তাকে শোক সামলে উঠতে বলেছেন।
ভানু নেই, এই ভানু অভিনেত্রীর এতটাই প্রিয় ছিল যে, তাকে তিনি বড়পুত্র বলতেন। ভানুর মৃত্যুর এই দুঃসংবাদ শুনে অন্যান্য সেলিব্রিটিরাও মর্মাহত হয়ে কমেন্ট করেছেন তার পোষ্টের কমেন্ট বক্সে। সুজয় প্রসাদ চাটার্জী লিখেছেন, “এটা সত্যি খুব দুঃখজনক, তোমার তো বড় পুত্র ছিল ইনি।” সুদিপা চ্যাটার্জী সেই পোষ্টের কমেন্টে লিখেছে,“ হ্যাঁ।”এছাড়া টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ তথা অভিনেতা ভাস্বর চ্যাটার্জি লিখেছেন,“খবরটা শুনে শকড হয়ে গেছি। কতবার গেছি তোমাদের বাড়ি। ওকে আদর করেছি খেলেছি।”