সিরিয়াল

‘কুকুরকে নিয়ে আদিখ্যেতা!’ সুদীপার পোষ্টে কটাক্ষ! কটাক্ষকারীকে পুরো ধুয়ে দিলেন সুদীপা!

তারকাদের জীবন নিয়ে সাধারণ মানুষের উৎসাহ কিছু কম নয়। তারা কী করছেন, কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন তা দেখার জন্য একদল মানুষ রীতিমত মুখিয়ে আছেন। আবার কিছু মানুষ আছেন যারা এই সমস্ত তারকাদের জীবনের আপডেট পাওয়ার পর সেইগুলো নিয়ে ট্রোলিং মিম করতে শুরু করে দেন। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অভিনেত্রীরা সফ্ট টার্গেট হয়ে যান। তারা কোন আধুনিক পোশাক পড়লে তা নিয়ে ট্রোল করা হয় আবার তাদের কোনরকম পোষ্য থাকলে আর সেই পোষ্যকে তারা ভালবাসলে সেটাকে আদিখ্যেতা হিসেবে দেখা হয়। এইভাবে প্রায় অনেক তারকাকে ট্রোলিং করা হয়। সম্প্রতি জি বাংলার রান্নাঘর খ্যাত সুদীপা চ্যাটার্জীকে আক্রমণ করলেন এক দল নেটিজেন‌।

কিছুদিন আগেই সুদীপা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন যে, তার আদরের পোষ্য ভানু মারা গেছে। ভানুর মৃত্যু শোক ভোলাবার জন্য সুদীপার স্বামী অগ্নিদেব একটি নতুন পোষ্য ঘরে এনেছেন। নতুন এই সারমেয়র নাম ভান-টু,অর্থাৎ ভানুর পার্ট ২। তবে অভিনেত্রী একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে জানিয়েছিলেন,“ ভানুর জায়গা কেউ কখনো নিতে পারবে না। সাত দিন হল বাড়িতে এসেছে ভান্টু‌। ওকে নিয়ে শুরু আমাদের নতুন যাত্রা।”

সম্প্রতি এই নতুন সারমেয়কে নিয়েই একটি রিল ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় সেটি পোস্ট করেন সুদীপা। সেই ভিডিও দেখে একদল নেটিজেন তাকে কটাক্ষ করেন। একজন সুদীপার সেই রিল ভিডিওর কমেন্ট বক্সে লেখেন, “এবার একে নিয়ে কতদিন আদিখ্যেতা চলবে। কী বিশ্রী দেখতে কুকুরটাকে।” সুদীপা সেই ব্যক্তিকে উত্তরে লেখেন, “বিশ্বাস করো তোমাকে পুরো রানীর মত দেখতে। কু করে তোমাকে সবসময় এত সুন্দর লাগে? সিক্রেট টা কী?”-এইভাবে কটাক্ষকারীকে মিষ্টি মুখে ঝামা ঘষে দিলেন সুদীপা।

 

View this post on Instagram

 

A post shared by Sudipa Chatterjee (@sudiparrannaghor)

Related Articles

Back to top button