সিরিয়াল

মাত্র ২৮ বছর বয়সে নিজের স্বপ্নের গাড়ি কিনে স্বপ্ন পূরণ করলেন বিগ বস সিজন ১৫ এর বিজয়ী তেজস্বী প্রকাশ! কত কোটি টাকা দাম জানেন কি?

বিগ বসের ঘর থেকে বেরিয়ে আসার পর থেকেই তেজস্বী প্রকাশ অত্যন্ত জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। তার প্রথম কারণ তো বিগ বস ১৫ এর বিজয়ী হিসেবে তাঁর জনপ্রিয়তা বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে অন্যদিকে এর পেছনে আরও একটি কারণ হলো করণ কুন্দ্রার সাথে তেজস্বী প্রকাশের প্রেমের সম্পর্ক। বিগ বসের ঘর থেকে বাইরে আসার পর দুজনকে কোনসময়ই আর আলাদা আলাদা ভাবে দেখা যায়নি।

আরও পড়ুন: একসঙ্গে ৩৫ টি ছবি সাইন করেও চোখেমুখে ছিলনা কোনো অহংকারের ছাপ! বিশ্বাস রেখেছিলেন নিজের অদৃষ্টের ওপর

অন্যদিকে ‘নাগিন ‘নামক একটি ধারাবাহিকে প্রধান চরিত্র হিসেবে অভিনয় করতে দেখা যাচ্ছে তেজস্বীকে। এবার নায়িকা তাঁর এক স্বপ্ন পূরণ করে ফেললেন। বুধবার Audi Q7 নতুন গাড়ি কিনে ফেলেছেন তেজস্বী। সেই গাড়ি কিনে বাড়ি নিয়ে যাওয়ার আগে নারকেল ফাটিয়ে পুজো দিয়ে তবেই বাড়ি নিয়ে গিয়েছেন। গাড়ি কেনার এই সম্পূর্ণ যাত্রায় তাঁর সাথে ছিলেন বয়ফ্রেন্ড করণ কুন্দ্রা। এতো অল্প বয়সে নিজের স্বপ্ন পূরণ করে ফেললেন তেজস্বী প্রকাশ।

তবে গাড়ির দাম শুনলে আপনার চোখ কপালে উঠবে! গাড়িটির মূল্য ৮০ লাখ , যার অনরোড দাম প্রায় ১ কোটি টাকা। মাত্র ২৮ বছর বয়সে এতো দামী গাড়ি কিনে নিজের ইচ্ছে পূরণ করে খুব খুশি হয়েছেন নায়িকা। এর সাথে সাথে করণ কুন্দ্রার সাথে সম্পর্কের বিষয়েও যে তাঁরা দুজনই বেশ এগিয়ে গিয়েছেন দুজনকে দেখলেই বোঝা যায়। প্রায় অফিসিয়ালি করে ফেলেছেন সম্পর্কের বাঁধন। করণ কুন্দ্রাকে কিছুদিন আগেই তেজস্বীর বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছিল।

আরও পড়ুন: কেন ‘আবার বছর কুড়ি পরে’-র সঙ্গে আইনক্সের এত বিরোধিতা আইনক্সের? – মুখ্যমন্ত্রীর চিঠির পরেও ঠাঁই হলো না বাংলা ছবি, ‘আবার বছর কুড়ি পরে’-র

তেজস্বীর বাড়ি থেকে করণের বেরিয়ে আসার সেই ছবি পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছিল যেখানে করণের মাথায় টিকা দেখা গিয়েছিল। যা দেখে অনেকেই অনুমান করে নিয়েছিলেন , তেজস্বী-করণ। ইতিমধ্যেই রোকা অনুষ্ঠান সম্পন্ন করে ফেলেছেন। সেই দাবি অবশ্য করণ উড়িয়ে দিয়েছেন। তবে বিয়ের দিন পাকা করার খবর জানতে চাওয়া হলে তিনি হেসে কথাটি উড়িয়ে দিয়েছিলেন।

তেজস্বী-করনের বিয়ে নিয়ে ইতিমধ্যেই বি টাউনে শোরগোল পড়ে গিয়েছে। তবে বিয়ে নিয়ে মুখ না খুললেও এক সাক্ষাৎকারে তাঁরা ইতিমধ্যেই কটি সন্তান নেবেন সেই নিয়ে প্ল্যানিং করে ফেলেছেন। তেজস্বী যে ২৫ টি সন্তান চান সেকথা করণ মজা করে বলেছেন। করণ এই প্রসঙ্গে অভিনেতা নিজে মুখ খুলেছিলেন, তিনি একজন অত্যন্ত ভালো বাবা হতে পারবেন কারণ মাত্র ১২ বছর বয়সে তাঁর দিদির ছেলেরা তার কাছেই থাকত ফলে বাচ্চাদের সাথে করণের একটা ভালো সম্পর্ক রয়েছে। তবে শেষে নিজের পছন্দ নিয়ে বলতে গিয়ে , করণ স্বীকার করেছেন করণ নিজে কন্যা সন্তান চান। আকসার সঙ্গে ‘Kamle’ গানে কিছুদিন আগে করণকে দেখা গিয়েছিল।

Related Articles

Back to top button