সিরিয়াল

‘অভিনেত্রী মানেই অশিক্ষিত’ এই ধারনা ভুল! মুখ খুললেন পটল কুমারের সৎ মা খ্যাত অভিনেত্রী ত্রমিলা!

লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়া সম্পর্কে জনসাধারণের মনে অনেক রকম ধারণা চলতে থাকে। এই পেশাটি এতটাই অনিশ্চিত যে একসময় সাধারণ মানুষ ভাবতেন যে, অভিনেতা হ‌ওয়া কারো স্বপ্ন হতে পারেনা। আবার এখনো অনেকে মনে করেন যে রুপোলি পর্দায় কাজ করা মানেই সে স্বল্পশিক্ষিত, সেরকম পড়াশোনা শেখেনি বলেই রুপোলি পর্দায় কাজ করতে এসেছেন। কিন্তু এই ধারণাটা কিন্তু একেবারেই ঠিক নয়। রুপোলি পর্দার অভিনেত্রী মানেই পেটে বিদ্যা নেই এটি সম্পূর্ণ ভুল ধারণা!

আরও পড়ুন: হাতে মদের গ্লাস, শর্ট স্কার্ট পরে সীতা মা দীপিকা! এই ছবি নিয়ে তুমুল সমালোচনার মুখে ছবি মুছলেন অভিনেত্রী!

রুপোলি পর্দায় কাজ করা অভিনেত্রীরা যে যথেষ্ট পরিমাণে শিক্ষিত হন তার অন্যতম উদাহরণ ত্রমিলা ভট্টাচার্য। তার বাবার মৃত্যুর পরে যাতে তার পড়াশোনা বন্ধ না হয়, তাই অর্থের প্রয়োজনে বাধ্য হয়েই অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন অভিনেত্রী। ডি ডি বাংলার ‘সীমারেখা’ ধারাবাহিকের মধ্য দিয়ে প্রথম রুপোলি পর্দার জগতে পা রাখেন অভিনেত্রী, এরপর একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল‘পটল কুমার গানওয়ালা’ তে করা তার চরিত্রটি (পটলের সৎমা) দর্শকদের মনে তার আসন পাকা করে দেয়। বর্তমানে ‘মৌ এর বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি তিনি একজন প্রশিক্ষিত ওড়িশি নৃত্য শিল্পী। পড়াশোনার খরচ যোগাতে অভিনয়কে পেশা হিসেবে বেছে নিলেও শিক্ষাকেই সবথেকে বেশি গুরুত্ব দিয়েছেন অভিনেত্রী। নিজের নাচ, অভিনয় সবকিছু সামলে ও তাই পড়াশোনা করে গিয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, অকালে বাবাকে হারিয়ে তাকে একটি কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হয়েছিল। আর্থিক দুরাবস্থার মধ্যে পড়ে পড়াশুনা যাতে বন্ধ না হয় সেই কারণে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। সমানতালে অভিনয় করলেও পড়াশোনার প্রতি ভালোবাসা তার এক বিন্দুও কমেনি।

আরও পড়ুন: নুসরতের সাথে বিচ্ছেদের পর অপর টলি অভিনেত্রীর সাথে সম্পর্ক শুরু নিখিলের! নিখিল প্রেমে পড়লেন টলিউডের কম বয়সী সুন্দরী অভিনেত্রী সৌরসেনীর! ‘একসঙ্গে পৌঁছেছেন তারা লন্ডনে’, গুজব অনুগামীদের মধ্যে

সেই সময় অভিনেত্রীর কণ্ঠস্বরে আফসোস শুনতে পাওয়া যায়, তিনি বলেন, “অনেক লোক মনে করে যে, অভিনেতারা অশিক্ষিত এবং কখনো কখনো তাদের অবজ্ঞা করে। আমি মনে করি এটা ভুল প্রমাণ করার সময় এসেছে।” প্রসঙ্গত উল্লেখ্য কমার্স নিয়ে স্নাতক পরেছিলেন অভিনেত্রী এরপর বিয়ের পর স্বামীর সাথে বিদেশে গিয়ে সেখানে মিডিয়া স্টাডিজ ফিল্ম অ্যান্ড টেলিভিশনে স্নাতকোত্তর করেন তিনি। ব্যক্তিগত কারনের জন্যে CA সম্পন্ন করতে না পারলেও তার শিক্ষা-দীক্ষার প্রভাব তার আচরণ এবং কথাবার্তার মধ্যে দিয়ে প্রতিমুহূর্তে প্রতিফলিত হয়।

Related Articles

Back to top button