সিরিয়াল

‘মিঠাই ধারাবাহিকের গল্প চুরি করে সেরা হওয়া যায় না’, ‘মিঠাই’ ধারাবাহিকের সঙ্গে ‘সাহেবের চিঠি’ ধারাবাহিকের হুবহু মিল খুঁজে পাওয়ায় ধারাবাহিক কে চোর অপবাদ দিল দর্শক

সম্প্রতি স্টার জলসার পর্দার শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘সাহেবের চিঠি’। ধারাবাহিকে দুই কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় এবং অভিনেতা প্রতীক সেনকে। এর আগে দেবচন্দ্রিমা কে আমরা স্টার জলসায় ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে দেখতে পেয়েছি এবং প্রতীককে আমরা পেয়েছিলাম জনপ্রিয় ‘মোহর’ ধারাবাহিকে। দুটি ধারাবাহিক ই প্রায় কয়েক মাস আগে শেষ হয়েছিল। এরপরে আবার প্রথমবার দেবচন্দ্রিমা এবং প্রতীককে পর্দায় জুটি বেঁধে দেখা গেছে। ধারাবাহিকের প্রমো ভিডিও দেখে সকলেই বেশ উত্তেজিত ছিল ধারাবাহিক নিয়ে। কিন্তু ধারাবাহিকের প্রথম পর্ব দেখেই চুরির অভিযোগ করা হলো।

সাহেবের চিঠি ধারাবাহিক নাকি প্রথম পর্বে জি বাংলার মিঠাই ধারাবাহিককে পুরোপুরি ভাবে নকল করেছে। একাংশ নেটিজেনদের দাবি মিঠাই ধারাবাহিককে অবিকল নকল করছে এই ধারাবাহিক। আসলে প্রথম পর্বে দেখানো হয় চিঠি সাইকেলে চেপে চিঠি বিলি করতে বেরিয়েছে এবং ঠিক তখনই উল্টো দিক থেকে সাহেবের গাড়ি এসে চিঠির সাইকেল কে ধাক্কা মারে। সাহেবের গাড়িটি তখন চালাচ্ছিল সাহেবের এক বান্ধবী। আর এই দৃশ্য দেখেই দর্শক বেজায় ক্ষিপ্ত হয়ে ওঠে।

আসলে মিঠাই ধারাবাহিকের প্রথম পর্ব ঠিক একই দৃশ্য দেখানো হয়। মিঠাই তার সাইকেলে চেপে মনোহারা বিক্রি করতে বেরিয়েছিল ঠিক তখন এই সিদ্ধার্থের গাড়ি এসে মিঠাই এর সাইকেলকে ধাক্কা মারে। তখনও সিদ্ধার্থের সাথে ছিল তার বান্ধবী তোর্ষা। আর এই দৃশ্যের সঙ্গে সাহেবের চিঠি দৃশ্যের হুবহু মিল খুজে পাওয়া দর্শক রেগে গিয়েছেন। আবার অন্যদিকে চিঠি কেও মিঠাই এর মত সহজ সরল মেয়ে হিসেবে তুলে ধরা হয়েছে। আর অন্যদিকে সাহেব কেউ রকস্টার হিসেবে দেখানো হচ্ছে যে যেখানে সিদ্ধার্থ কে কিছুদিন আগে রকস্টার হিসেবে ধারাবাহিকে দেখা গিয়েছিল। তাই এই সমস্ত মিল খুঁজে পেয়েই দর্শক সাহেবের চিঠি ধারাবাহিকের উপর ক্ষিপ্ত হয়ে রয়েছেন। তবে এই বিষয়ে ধারাবাহিকে নির্মাতারা কেউ এখনো কোনো রকম মন্তব্য করেনি। সবেমাত্র ধারাবাহিক শুরু হয়েছে দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে ধারাবাহিকে।

Related Articles

Back to top button