সিরিয়াল

‘এর থেকে তো আমি অনেক ভালো ডান্স করি’! ডান্স ডান্স জুনিয়র সিজন ৩’ এর মঞ্চে রুক্মিণীর নাচ দেখে তুমুল ট্রোল করছেন দর্শকরা

ইতিমধ্যেই স্টার জলসায় শুরু হয়ে গিয়েছে জনপ্রিয় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’। বেশ কয়েক মাস ধরেই দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করেছিল এই রিয়েলিটি শো শুরু হওয়ার জন্য। শুরু হওয়ার আগে প্রমো ভিডিও দেখেই দর্শক বেশ উত্তেজিত হয়ে পড়েছিল কবে আবার টেলিভিশনের পর্দায় এই জমজমাট রিয়েলিটি শো দেখতে পাবে তার জন্য। অবশেষে দর্শকদের অবসান সমাপ্ত হয়েছে। গত সপ্তাহ থেকে শুরু হয়ে গিয়েছে ‘ডান্স ডান্স জুনিয়ার সিজন ৩’। আর প্রতিবারের মতো এবারও নতুন নতুন চমক নিয়ে হাজির হয়েছে এই রিয়েলিটি শো। গত বছর মহাগুরুর আসনে দেখা গিয়েছিল অভিনেতা মিঠুন চক্রবর্তীকে, তবে এবারে সেই আসন খালি রয়েছে। বিচারক মন্ডলীর আসনে রয়েছে দেব, রুক্মিণী এবং ধারাবাহিকের জনপ্রিয় মুখ তৃণা সাহা ও দীপান্বিতা রক্ষিত।

ইতিমধ্যেই জমজমাট গ্র্যান্ড ওপেনিং এপিসোড এর মাধ্যমে দর্শকদের নজর কেড়েছে এই শো। দেব এবং রুক্মিণীর ভক্তরা তো বেজায় খুশি। অধীর আগ্রহে এই দিনটার জন্যই তো প্রত্যেকে অপেক্ষা করেছিল। আসলে দুজনকে এর আগের কোথাও একসাথে এভাবে বিচারকের আসনে দেখা যায়নি। তাই জন্যই দর্শক এত উত্তেজিত হয়ে পড়েছে তাদের একসঙ্গে দেখে। আমরা প্রত্যেকেই জানি রুক্মিণী একজন খুব ভালো নৃত্য শিল্পী। অনেকেই তাকে ডান্সিং ডিভা বলে থাকেন টলিউডের। কিছুদিন আগেই স্টার জলসার অফিসিয়াল ফেসবুক পেজের তরফ থেকে রুক্মিণীর নাচের একটি ভিডিও শেয়ার করা হয়। ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে অসাধারণ নৃত্য পরিবেশন করে দর্শকদের অবাক করে দিয়েছেন রুক্মিণী। প্রত্যেকে কমেন্ট বক্সে অভিনেত্রীর নাচের প্রশংসা জানিয়েছেন।

বলিউডের দুই জনপ্রিয় হিন্দি গানের তালে অসাধারণ নিত্য পরিবেশন করেছেন রুক্মিণী। গানের সাথে সাথে তার মুখের অঙ্গভঙ্গি তার প্রতিটি স্টেপ যেন একেবারে পারফেক্ট। ইতিমধ্যে ভিডিওটি ৯ হাজার মানুষ পছন্দ করেছেন এবং অসংখ্য মানুষ কমেন্ট বক্সে কমেন্ট করে ভরিয়ে দিয়েছেন। ভিডিওটি পোস্ট হতেই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। রুক্মিণীর নাচ দেখে স্তমিত দর্শক। নাচের সময় রুক্মিণীকে সোনালী রঙের একটি টপ এবং প্যান্ট পড়ে দেখা গিয়েছিল, খোলা চুলে অভিনেত্রীকে দারুন সুন্দর লাগছিল ঐদিন।

Related Articles

Back to top button