সিরিয়াল

চুল বেচে সাধের গামলা বাটি কেনা হলো না বাবুউ’র মায়ের! সামনে এলো জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও, ভিডিও দেখে হেসে লুটোপুটি দর্শকেরা

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু। ধারাবাহিক শুরু হয়েছে মাসখানেক হলো। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী পল্লবী শর্মা এবং অভিনেতা রুবেল দাস কে। ধারাবাহিকে একটি যৌথ পরিবারের গল্পই তুলে ধরা হয়েছে। আর সাধারণত আমরা মধ্যবিত্ত বাঙালি পরিবারে যেই দৃশ্য দেখে অভ্যস্ত এই ধারাবাহিকে সেই গল্পই তুলে ধরা হয়েছে। তাই জন্যই এই ধারাবাহিক খুব সহজে সকলের মন জয় করে নিয়েছে।

সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। সেখানেই দেখা যাচ্ছে বাড়ির বউ পর্ণার চুল কাটা নিয়ে যত অশান্তি। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষেরা সকলেই এই দৃশ্যের সাথে পরিচিত। চুল কাটার পর সেই চুল দিয়ে বাড়ির মা কাকিমারা অনেকসময় বাসন কিনে থাকেন। আর সেই নিয়েই অশান্তি লেগেছে দত্ত বাড়িতে। আসলে পর্না চুল কেটে সেগুলো জমিয়ে না রেখে সব ফেলে দেয়, আর এই নিয়েই তার শ্বাশুড়ি তাকে নানানরকম কথা শোনাতে থাকে। এরপর পর্নাই জেদ করে নাপিতের কাছে গিয়ে বলে তার সব চুল কেটে ন্যাড়া করে দিতে।

আর এই প্রমো ভিডিও দেখে দর্শকরা হেসে লুটোপুটি খাচ্ছে। ধারাবাহিকে নিত্যদিনই পর্ণা কে ঝামেলা লেগেই রয়েছে। পর্ণা দত্ত বাড়ি থেকে সব পুরনো ধ্যান ধারনা বদলাতে চায়। আর সেখানেই সকলের আপত্তি। আর পর্নার শ্বাশুড়ি তাকে একেবারেই সহ্য করতে পারে না।

Related Articles

Back to top button