সিরিয়াল

সৌমিতৃষা কুন্ডু ছোট পর্দা থেকে এবার আগুন ধরাচ্ছেন সোশ্যাল মিডিয়াতেও! “কুইন” থেকে “ব্ল্যাক ফেয়ারী” রূপে ধরা দিচ্ছেন তিনি

জি বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রের নামেই নামকরণ করা হয়েছে ধারাবাহিকের। এই ধারাবাহিক ৫৩ বার বাংলার সেরা সেরা ধারাবাহিক হয়েছে। সেই ধারাবাহিকে মদক পরিবারের প্রাণ বলতেই বোঝায় মিঠাইকে। মুখ্য চরিত্র অর্থাৎ মিঠাইয়ের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। বলাই বাহুল্য অল্প কয়েক দিনের মধ্যেই দর্শকের মনে এক বিশাল অংশ জায়গা করে রেখেছেন অভিনেত্রী। এবার তিনি ছোট পর্দার সাথে সাথে মাতাচ্ছেন সোশ্যাল মিডিয়াও।

টলিপাড়ার সকলেই বিভিন্ন ধরনের ফটোশুট করেন এবং সেই ফটোশুটের ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তেমনি একটি ছবি পোস্ট করলেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু। সেই ছবিতে অভিনেত্রীর পরনে রয়েছে কালো রংয়ের থ্রি কোয়াটার ক্রপ টপ, আর তার সাথে একটি স্কার্ট। প্রেজেন্ট ট্রেন্ডে খুব অল্প মেকআপ অভিনেত্রীর। আর তার সাথে রয়েছে কিছু অসাধারণ সুন্দর জাঙ্ক জুয়েলারি। অভিনেত্রীর রূপে মুগ্ধ গোটা নেট দুনিয়া। সেই ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন “ইউহি”।

তবে সেই ছবির কমেন্ট সেকশন ভরে গিয়েছে নেটাগরিকদের ভালোবাসায়। কমেন্টে লিখেছেন, “কুইন”। আবার আরেকজন লিখেছেন, “ব্ল্যাক ফেয়ারি”। এছাড়াও অভিনেত্রীর ব্ল্যাক হট এন্ড গোল্ড লুকে আগুন ধরিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। মিষ্টি কমেন্টের সাথে তিনি পেয়েছেন হটনেস এর জন্য হট কমেন্টসও। সবমিলিয়ে অভিনেত্রীর চাহিদা যে কতটা তা পোস্টের রিঅ্যাকশন আর কমেন্ট সেকশন থেকে স্পষ্ট।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Related Articles

Back to top button