“জীবনে আর কি কি দেখব! উমা, শ্যামা, জগদ্ধাত্রী, গৌরী, লক্ষী – স্বর্গের দেবীরা স্বর্গ ছেড়ে জি বাংলায় নাচানাচি শুরু করে দিয়েছে”! নতুন ধারাবাহিকের প্রমো দেখেই অট্টহাস্যের রোল উঠেছে নেট পাড়ায়

জি বাংলা ও স্টার জলসা বাংলা টেলিভিশন জগতের সবথেকে জনপ্রিয় দুই বিনোদন চ্যানেলে। প্রথম সারির চ্যানেলের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করে থাকে এই দুই চ্যানেল। স্বভাবতই তাদের মধ্যে চলে টিআরপির হাড্ডাহাড্ডি লড়াই। আর সেই লড়াইতে কখনো এগিয়ে যায় জি বাংলা তো কখনো স্টার জলসা। তবে বেশ কিছু সপ্তাহ ধরে জি বাংলা বেশ খানিকটা এগিয়ে রয়েছে স্টার জলসা থেকে। আর সেই কারণেই স্টার জলসা তার ধারাবাহিকের স্লটে আনছে বেশ কিছু পরিবর্তন। কোন ধারাবাহিকের স্লট টাইম চেঞ্জ করা হচ্ছে তো আবার কখনো আনা হচ্ছে নতুন ধারাবাহিক।
স্টার জলসা নতুন কনটেন্ট এর নতুন ধারাবাহিক আনলে জি বাংলা কেন পিছিয়ে থাকবে। তাই স্টার জলসার সাথে পাল্লা দিতে এবার জি বাংলাও আনছে একটি নতুন কনটেন্টের ধারাবাহিক। আর সেই নতুন ধারাবাহিকের প্রমো সামনে আসতেই খিল্লি করা হলো ধারাবাহিক নিয়ে নেট পাড়ায়। ধারাবাহিকের গল্পে নতুনত্ব প্রমোতে থাকলেও ধারাবাহিকে কত দিন বজায় থাকবে? আবার ধারাবাহিকের নাম নিয়েও হলো চূড়ান্ত হাসিঠাট্টা।
সম্প্রতি যে প্রমো সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে, নায়িকা জগদ্ধাত্রী। তার একই অঙ্গে দুই রূপ। বাড়ির সবার সামনে সে শান্তশিষ্ট, গৃহকর্ম নিপুনা, আবার বেশ খানিকটা ভীতু ধরনের ঘরোয়া মেয়ে। যে একা হাতে বনেদি বাড়ির দুর্গা পুজোর সবদিক সামাল দিতে পারে। তবে তার এই শান্তশিষ্ট ভীতু মেয়ের মুখোশ খুলে যায় পর মুহূর্তেই। শাড়ির সঙ্গে পায়ে স্নিকার্স পড়ে নেমে পড়ে সে অ্যাকশনে। তখন ঠিক তার উল্টো রূপ। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার সে কর্ম জগতে। গল্পের নায়ক একই কাজে যুক্ত থাকায় একমাত্র সেই জানে জগদ্ধাত্রীর আসল পরিচয়। অভিনয়ে এসছে নতুন মুখ, নতুন গল্পে আনা হয়েছে নতুনত্ব এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রসঙ্গত প্রমোতে কোন টাইম স্লট জানানো হয়নি। তাই বোঝা যাচ্ছে না আদেও কোন ধারাবাহিক শেষ হবে নাকি টাইম স্লটে আসবে আবার নতুন কোন পরিবর্তন।
কিন্তু তারপরেও ধারাবাহিক নিয়ে কটাক্ষ করা হলো নেট দুনিয়ায়। কেউ কেউ দাবি করছেন প্রমতি নতুনত্ব থাকলেও অল্প কয়েক দিনের মধ্যেই অন্য ধারাবাহিকের মতো একঘেয়ে হয়ে যাবে এই ধারাবাহিকটিও। তাড়াতাড়ি করে বিয়ে হয়ে যাবে নায়িকার আর তারপর তার কর্মজীবন লাটে উঠবে। এমনই আরো বেশ কিছু কটাক্ষ চোখে পরার মতো। একজন লিখেছেন, “আর নাম পেল না? গৌরীটা ঠিক ছিল বাট জগদ্ধাত্রী”। আরো একজন কৌতুক করে লিখেছেন “জীবনে আর কি কি দেখব”, একজন ব্যঙ্গ করে বলেন, “উমা, শ্যামা, জগদ্ধাত্রী, গৌরী, লক্ষী – স্বর্গের দেবীরা স্বর্গ ছেড়ে জি বাংলায় নাচানাচি শুরু করে দিয়েছে”।
View this post on Instagram