সিরিয়াল

‘টাপা টিনি‌ মহিষাসুরমর্দিনী’! এ বছর কালার্স বাংলার মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত কে, প্রমো ভিডিও নিয়ে ট্রোল শুরু নেটিজেনদের

আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরই ঢাকে কাঠি পড়বে। দেবী দুর্গার আগমনে সেজে উঠবে শহরের অলি গলি। আর দুর্গাপুজোর আগেই আসে মহালয়া। দেবীপক্ষের সূচনা দিয়ে শুরু হয় দিন গোনা। বাংলা ধারাবাহিক গুলির প্রতিটি চ্যানেলেই দেখানো হয় মহিষাসুরমর্দিনীর গল্প। কিভাবে মা দুর্গা মহিষাসুরকে বধ করেছিল সেই গল্পই তুলে ধরা হয়। আর প্রতিবছরই কোনো না কোনো অভিনেত্রী মা দুর্গা রূপে সেজে ওঠেন। এবারেও সেরকমই এক জনপ্রিয় বাংলা চ্যানেল এর মহিষাসুরমর্দিনী সেজেছেন জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

তবে চ্যানেলের পক্ষ থেকে মহিষাসুরমর্দিনী প্রমো ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় বিতর্ক। কারণ মহালয়ার প্রোমোশনে জনপ্রিয় বাংলা গানের লাইন গুঁজে দেওয়ার অভিযোগ উঠেছিল এক প্রথম সারির চ্যানেলের বিরুদ্ধে। মহালয়ার প্রোমোশনে জনপ্রিয় বাংলা গান টাপা টিনি লাইন গুঁজে দেওয়ার অভিযোগ উঠেছিল এক প্রথম সারির চ্যানেলের বিরুদ্ধে। আর এই নিয়েই শুরু হয়ে যায় ট্রোল। সকলেরই দাবি দেবদেবী নিয়ে এইহেন আচরণ সত্যি খুবই লজ্জাজনক। কিন্তু এই ঘটনা ভাইরাল হতেই অভিনেত্রী জানান “যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি ভুয়ো। একেবারেই ফেক। কালার্স বাংলার মহিষাসুরমর্দিনীর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” তাঁর সংযোজন, “এভাবে দুই জিনিসকে এক করে বিতর্ক তৈরি করার ঘটনাটি খুবই দুঃখজনক।” বিশেষ উলেখ্য বেলাশুরু ছবিতে টাপা টিনি গানের তালে ঋতুপর্ণা সেনগুপ্ত ও কোমর দুলিয়ে ছিলেন।

এ বছর কালার্স বাংলার মহালয়ার নাম ‘দেবী দশমহাবিদ্যা’। এইবছর গত ১০ আগস্ট কালার্স বাংলার সোশ্যাল মিডিয়ার পেজে মহালয়ার এই প্রোমো আপলোড করা হয়েছিল। ওই ভিডিয়োতে মা দুর্গার বেশে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যায়, অভিনেত্রীকে ভিডিওতে লাল রঙের শাড়িতে দেখা গিয়েছে দেবী সাজে তিনি হয়ে উঠেছিলেন অসুরদলনী মহামায়া। এই প্রথমবার মহিষাসুরমর্দিনীর বেশে দেখা যেতে চলেছে তাকে।তাঁর লুক দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই।

 

View this post on Instagram

 

A post shared by Colors Bangla (@colorsbangla)

Related Articles

Back to top button