‘এখন তারকাদের আর কিছু না থাকুক, লোকদেখানো চালটা রয়েছেই’! মুখ খুললেন বিপ্লব চ্যাটার্জী

বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় অভিনেতা বিপ্লব চ্যাটার্জী প্রায়শয়ই এমন কিছু কিছু মন্তব্য করেন যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। আসলে বর্ষীয়ান এই অভিনেতা বর্তমান সময়ের ছবির বিভিন্ন গল্প, অভিনেতাদের অভিনয় দক্ষতা ইত্যাদি নিয়ে অনেক ক্ষেত্রেই মতপার্থক্য অনুভব করেন, সেগুলো তিনি প্রকাশ্যে বলেন। বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী যেমন মনে করেন, আগেকার অভিনেতা-অভিনেত্রীরাই ছিলো সেরা।
তিনি এর আগে একবার বলেছিলেন যে, এই সময়ে অভিনেতা-অভিনেত্রীরা নিজের অভিনয় দক্ষতার বিষয়ে খুব একটা ফোকাস করে না। দু একটা ধারাবাহিক করার পরেই তারা নিজেদেরকে বিশাল কিছু মনে করতে শুরু করে। এই প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে নিখুঁত কাজ করার খিদে যতখানি না আছে তার থেকে অনেক বেশি যেন আছে জনপ্রিয়তা লাভ করার খিদে। অভিনয়টা পারুক বা না পারুক লোক দেখানো ব্যাপারটা তাদের মধ্যে রয়েছে আর তিনি মনে করেন ধারাবাহিক দেখা মানে সময় নষ্ট করা। কারণ বর্তমানে ধারাবাহিক মাথামুণ্ডহীন জিনিসে ভর্তি।
আগেকার যুগের অভিনেতা অভিনেত্রীরা যেমন কাজ করলেও সেই অনুযায়ী স্ট্যাটাস দেখাতেন না, বর্তমান যুগে কেও দু-একটা কাজ করেই নিজেদের আদপ কায়দা চালচলন বদলে ফেলে। কিছুদিন আগেই যেমন একজন ধারাবাহিকের নায়কের প্রসঙ্গে বিপ্লব চ্যাটার্জী বলেন, “ এখনকার অভিনেতারা দু-একটা কাজ করেই গাড়ি কিনে নিচ্ছে, কিন্তু পরে যখন এ এম আই দেওয়ার সময় আসে তখন তারা টাকা দিতে পারে না। টাকা কুলোয় না। আমি দীর্ঘ ১৫ বছর সিনেমা করার পরও নতুন গাড়ি কিনতে পারি নি। একটা ঝরঝরে সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পেরেছিলাম। তুমি নতুন গাড়িটা কিনতে গেলে কোন সাহসে? এই ফিল্ম ইন্ডাস্ট্রি একটা অনিশ্চয়তার জায়গা।”