গসিপসিরিয়াল

মা বাবার মতো মেয়েও নেচে বেড়াবে! মায়ের অভিনয়ের জন্য অনামিকা সাহার মেয়েকেও কথা শুনতে হয়েছে

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহা কিছুদিন আগেই বলেছিলেন রক্ষণশীল পরিবারে বিয়ে হওয়ার কারণে রুচিসম্মত চরিত্রে অভিনয় করতে গিয়েই অল্প বয়সে মা, কাকিমার চরিত্রে অভিনয় করতে হয়েছে তাকে। নিজেকে যাতে মা কাকিমার রোলে মানায় সে কারণে পান্তা ভাত খেয়ে মোটা হয়েছেন, গাল ফুলিয়েছেন, তবু অভিনয় ছাড়েন নি, কারন অভিনয়টা তিনি ভালোবাসেন। তাই সমবয়সী হয়েও অভিনেতা তাপস পাল, প্রসেনজিৎ, অভিষেকের মা কাকিমার রোলে অভিনয় করতেন!

আরও পড়ুন: “ইন্ডাস্ট্রির কেউ ফোন করে আমাকে যাওয়ার কথা বলেননি”- আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে এবার কার দিকে নিশানা করে বিস্ফোরক হলেন মিমি?

সম্প্রতি ছোটপর্দার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা দেখা যাবে। জি বাংলার রহস্য-রোমাঞ্চ ধারাবাহিক লালকুঠিতে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রী। এইদিন লালকুঠির প্রচার উপলক্ষে দিদি নাম্বার ওয়ানের সেটে হাজির হয়েছিলেন তিনি, সেখানেই তিনি জানান শ্বশুর বাড়িতে মেয়েকে নিয়ে কটাক্ষ শুনতে হতো তাকে। মা বাবার মত তাদের মেয়েও নেচে বেড়াবে অর্থাৎ অভিনয় জগতে আসবে বলে শ্বশুরবাড়িতে কটাক্ষ করা হতো তাকে। তবে কটাক্ষের জবাব দিয়েছে তার মেয়ে, মায়ের মুখ রেখেছে সে। সকলের ভবিষ্যৎ বাণী মিথ্যে করে মনস্তত্ত্ব নিয়ে পড়াশোনা করে সে। এখন অনামিকা বোধিসত্ত্বর একমাত্র মেয়ে রাই- এর গবেষণাপত্র মূলক বই গোটা বিশ্বে পড়ানো হয়।

শ্বশুরবাড়িতে কটাক্ষ শুনতে হয় বলে অভিনেত্রী বলেন,“কটাক্ষ শুনতে হয়েছে শ্বশুরবাড়ি থেকে। আমি এবং আমার স্বামী দুজনেই অভিনেতা তাই আমার মেয়েরও নাকি লেখাপড়া হবে না। ছোট থেকেই তাই প‌ই প‌ই করে বলেছিলাম চিনি মন দিয়ে পড়বি। এটা লেখাপাড়ার বাড়ি। তোকেও সেটাই করতে হবে। মেয়ে আমার কথা রেখেছে।”

আরও পড়ুন: পুরস্কার বিতরণীর মঞ্চে বি টাউনের অভিনেতা অভিনেত্রীদের জয়জয়কার! Jai bhim পেলো সেরা ছবির তকমা।

রচনা ব্যানার্জি এবার জানতে চান অনামিকা এখন কেমন আছেন? বর্ষিয়ান অভিনেত্রী তখন বলেন, মাঝে কোনো কাজ না থাকায় মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিলেন তিনি, বর্তমানে নতুন ধারাবাহিকে কাজ পেয়ে আবার চাঙ্গা হয়ে উঠেছেন। অভিনেত্রী জানান,“হাতে যদি কাজ থাকে শরীর-মন আপনা থেকেই ভালো হয়ে যায়। কাজ না থাকলে অবসাদ ঘিরে ধরে।” কথাপ্রসঙ্গে দিদি নং এর মঞ্চে অনামিকা সাহা এও বলেন যে তার মেয়ে রাই দিল্লিতে দুটি কলেজে অধ্যাপনা করেন সে মাকে নিজের কাছে নিয়ে গিয়ে রাখতে চেয়েছিল কিন্তু অভিনেত্রী রাজি হননি।

প্রসঙ্গত উল্লেখ্য, জনপ্রিয় অভিনেত্রী অনামিকা সাহা সোজাসাপ্টা মন্তব্য করে প্রায়ই খবরের হেডলাইন হয়ে যান। কিছুদিন আগেই যেমন লক্ষ্মী কাকিমা সুপারস্টারের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিত আঢ্যর সম্পর্কে বলেছিলেন যে তিনি অপরাজিতাকে চলচ্চিত্রজগতে নিয়ে এসে ছিলেন কিন্তু বিখ্যাত হয়ে যাওয়ার পর সে এখন আর তার খোঁজ নেয় না।

Related Articles

Back to top button