সিরিয়াল

শুধু জামাই কেন? বৌমা কি ফেলনা? বৌমা ষষ্ঠী আদায় করলেন তৃণা সাহা!

বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে অন্যতম একটি উৎসব হল জামাইষষ্ঠীর। নানান রকম পদ রেঁধে এইদিন ভুরিভোজ করে জামাই দের খাওয়ানো হয় মহাসমারোহে। জামাইরা ও যত্নআত্তি পাওয়ার জন্য সেজেগুজে হাজির হন। ধুতি পাঞ্জাবি পরে মিষ্টির হাঁড়ি নিয়ে দলে দলে এ দিন জানান জামাইরা। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই এই দিন জামাইষষ্ঠী পালন করেন। তারকাদের বাড়িতেও সেই একইভাবে জামাইষষ্ঠী পালন করতে দেখা যায়। এইবার টলিউডের নীল ভট্টাচার্য ও তৃনা সাহার জামাইষষ্ঠী ছিল ছিলো একদম হটকে টাইপস।

আরও পড়ুন: নন্দন চত্বরে কেকে-কে শ্রদ্ধার্ঘ্য জানাতে ১০০ জনের কন্ঠে কেকে-র গান‘ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল! ভাইরাল ভিডিও’

উমা ধারাবাহিকে নায়কের ভূমিকায় কাজ করছেন নীল ভট্টাচার্য আর অন্যদিকে খড়কুটোর গুনগুন চরিত্রে সকলের মন ভরিয়ে দিয়েছেন তৃণা। তারকা দম্পতির জামাইষষ্ঠী তো অন্যদের থেকে আলাদা হবেই! এই দিন তাই শুধু নীল ভট্টাচার্য-ই জামাইষষ্ঠীর ভোজ খেয়েছেন তাই নয়, ভোজ খেয়েছেন তৃণা‌ও! হ্যাঁ জামাইষষ্ঠীর সাথে এই দিন পালিত হয়েছে বৌমা ষষ্ঠীও। দীর্ঘকাল ধরে সমাজে জামাইরাই কেন সবকিছু পাবে? বাড়ির বউরা কি একেবারে ফেলনা? – এই ধারণা থেকে বেরিয়ে দীর্ঘ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে জামাইষষ্ঠীর পাশাপাশি একইসাথে পালিত হচ্ছে বৌমা ষষ্ঠী। এইবার সেই ধারণা বদলাতে শরিক হলেন টলিপাড়ার দম্পতি নীল-তৃণাও।

বিগত কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে সমাজের একচেটিয়া ধারণা বদল করতে পুরনো সংস্কার নতুনভাবে ফিরে আসছে। ভাইফোঁটার পাশে চালু হচ্ছে বোন ফোঁটা, মামা ভাতের সাথে হচ্ছে মাসি ভাত। ঠিক একইভাবে জামাইষষ্ঠীর সাথে বৌমা ষষ্ঠী। এইবার দেখা গেল নীল তৃণাকে পাশাপাশি বসিয়ে দুই মা কাঁসার থালায় সাজিয়ে দিয়েছেন লুচি, ভাত, পোলাও, মাছ মাংসের নানা পদ। শাশুড়ি মায়ের খাবার খেয়ে মুখে হাসি নিয়ে ছবি পোস্ট করেছেন তৃণা। ক্যাপশনে তিনি লিখেছেন, “এবার বৌমা ষষ্ঠীর সময়। শুধু ছেলেরাই সব খাতির কেন?”

আরও পড়ুন: কলকাতার দুর্গা পুজোর থিমে এবার কেকে আর তার গান! এভাবেই গায়ককে শ্রদ্ধা জানাবে মহানগরী!

প্রসঙ্গত উল্লেখ্য এই প্রথম নয় এই নিয়ে দ্বিতীয় বার জামাইষষ্ঠী খেলেন নীল। গত বছর ফেব্রুয়ারি মাসে বিয়ে হয় টলি পাড়ার জনপ্রিয় জুটি নীল তৃণার।

Related Articles

Back to top button