সিরিয়াল

টিআরপি তালিকায় বাংলা ধারাবাহিকের ক্ষেত্রে বড়সড় রদবদল! পাঁচ নম্বরে থাকা ‘গৌরী এলো’ সোজা উঠে এসেছে দুই নম্বরে!

সারা সপ্তাহ ধরে যাদের টিভির পর্দায় দেখার জন্য মন ছটপট করে ,সপ্তাহের শেষে আপনার পছন্দের ধারাবাহিক ঠিক কত নম্বরে জায়গা করে নিলো সেই খবর জানবেন না তা কি হয় নাকি ? তবে টিআরপি তালিকায় কখন কে ওপরের তালিকায় চলে আসবে বলা খুব মুশকিল ব্যাপার। তবে গত সপ্তাহ থেকে সবার পছন্দের মিঠাই এর আগমন ঘটেছে প্রথম স্থানে। অন্যদিকে গাঁটছড়ার জায়গা হয়েছিল দ্বিতীয় স্থানে। তবে এবার টিআরপি তালিকায় এলো বড়সড় রদবদলের পালা। শুনলে চমকে যাবেন আপনিও! মিঠাই ও গাঁটছড়ার সাথে নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে নাম জুড়েছে গৌরী এলোর।

আরও পড়ুন: রনলিয়ার বিয়ের প্রথম ছবি প্রকাশ হলো! আলিয়ার সৎ দাদা করলেন প্রথম ছবি শেয়ার

এই সপ্তাহের টিআরপি তালিকা বলছে একেবারে নতুন হিসেব। যা দেখে ইতিমধ্যেই চমকে গেছেন অনেকেই। গৌরী এলো একেবারে পঞ্চম স্থান থেকে উঠে এসেছে দুই নম্বরে। ফলে প্রতিযোগিতা যে বেশ জমে গিয়েছে বলাই যায়। এই সপ্তাহের টিআরপি তালিকায় তালিকায় কে কে উঠে এলো একবার দেখে নেওয়া যাক এক নজরে – আগের সপ্তাহের মতোই মিঠাই নিজের জায়গা বজায় রেখে প্রথম স্থানেই রয়েছে। মিঠাই এর প্রাপ্ত নম্বর ৮.৬। দ্বিতীয় স্থানে রয়েছে গাঁটছড়া। এই নিয়ে পরপর দুটো সপ্তাহ প্রথম স্থানে উঠে আসতে পারেনি এই ধারাবাহিক।

টিআরপি তালিকার সবথেকে আকর্ষনীয় হলো গৌরী এল একেবারে পঞ্চম স্থান থেকে একলাফে উঠে এসেছে দ্বিতীয় স্থানে। যা প্রাপ্ত নম্বর হলো ৮.৪। তবে মাত্র কিছুদিন আগেই শুরু হওয়া এই সিরিয়ালের এইভাবে হঠাৎ করে পঞ্চম স্থান থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা যে অনেকের মনে আতঙ্কের সৃষ্টি করেছে ইতিমধ্যেই সেকথা বলার আর অপেক্ষা রাখেনা। সবাইকে চমকে দিয়েছে এই ধারাবাহিক। অনুরাগের ছোঁয়া এতদিন ধরে তৃতীয় নম্বরে ছিল সেক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটেনি। প্রাপ্ত নম্বর ৭.৯। নম্বরের ক্ষেত্রে বেশ কমেছে বলাই যায়। গত সপ্তাহে ছিল ৮.৫ সেখান থেকে কমে ৭.৯ হয়েছে।

আরও পড়ুন: ফের প্রয়াত অভিনেতা অভিষেকের স্মৃতির অন্তরালে পাড়ি, পুরোনো ছবি ফেসবুক শেয়ার করে আবেগপ্রবণ পোস্ট সংযুক্তার!

চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ধারাবাহিক উমা, প্রাপ্ত নম্বর ৭.৬, মনফাগুন অনেকটা পেছনে পড়ে গিয়েছে এবার। ষষ্ঠ স্থানে রয়েছে, ধুলোকনা ৭.৪, অন্যদিকে পিলুর স্থান সপ্তম, ৭.২, গুড্ডি এবং গোধূলি আলাপের চলতি সপ্তাহের টিআরপি এর নিরিখে আবারও পেছনে পড়ে রয়েছে। প্রতি সপ্তাহে দর্শকরা নির্ধারণ করে থাকেন কোনো ধারাবাহিক কোন স্থানে থাকবে। এই সপ্তাহে দেখা গেলো বেশ কিছুটা পরিবর্তন ঘটেছে। এই সপ্তাহে গাঁটছড়া কে পেছনে ফেলে একেবারে এক নম্বরে রয়েছে মিঠাই। তবে ভক্তদের মনে চলছে উন্মাদনা এই জায়গা আগামীতেও ধরে রাখতে পারে কিনা তাদের মিঠাই রানী।

Related Articles

Back to top button