বড়সড় অঘটন ঘটলো টিআরপি তালিকায়! সূর্য-দীপার মান অভিমান দেখিয়ে প্রথম স্থানে ‘অনুরাগের ছোঁয়া’, অপরদিকে প্রথম দশেও নেই ‘মিঠাই’, হতাশ অনুগামীরা

বাংলা টেলিভিশনের দর্শকরা প্রতি বৃহস্পতিবার অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নিজেদের প্রিয় সিরিয়াল কেমন ফলাফল করছে তা জানার জন্য। তবে এই সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশিত হতেই হতবাক হয়ে যেতে হল মিঠাই ধারাবাহিকের অনুগামীদের। কারণ একসময়ের বাংলা সেরা ধারাবাহিকটি এই মুহূর্তে বেরিয়ে গিয়েছে টিআরপি তালিকার প্রথম দশ থেকে।
তবে খুব শীঘ্রই আবারো মিঠাইকে ফিরে আসতে দেখা যাবে ধারাবাহিকে। তাই ধারাবাহিকটির জনপ্রিয়তা আবারো বাড়তে সক্ষম হতে পারে এমনটাই মনে করছেন অনুগামীরা। অপরদিকে এই সপ্তাহেও প্রথম স্থান দখল করে রাখতে সক্ষম হয়েছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি সকলেই মনে করছেন দুই শিশু শিল্পীর অভিনয় এই ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়াতে সক্ষম হচ্ছে। অপরদিকে জগদ্ধাত্রী থেকে শুরু করে গৌরী এলোর মতো ধারাবাহিক কোনো রকম গল্প দিয়ে ইতিমধ্যে টিআরপি তালিকার উপরের দিকে উঠে আসতে সক্ষম হয়েছে।
তবে একসময়ের বাংলা সেরা ধারাবাহিক গাঁটছড়াকে টিআরপি তালিকায় অনেকটাই নেমে যেতে দেখে বেশ হতাশ হয়েছেন অনুগামীরা। তবে এখনো আশাবাদী মিঠাই ধারাবাহিকের দর্শকরা। তারা মনে করছেন ধারাবাহিকের গল্প পরিবর্তনের সঙ্গে জনপ্রিয়তাতেও বদল আসতে সক্ষম হবে। সব মিলিয়ে এদিনের টিআরপি তালিকা অম্ল মধুর অভিজ্ঞতা সৃষ্টি করেছে বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য।